বাংলারজমিন
শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
৭ আগস্ট ২০২৪, বুধবারচাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে তার স্বজনরা। জানা যায়, সোমবার শাহরাস্তি উপজেলার শুচিপাড়া উত্তর ইউপি’র বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল মজুমদার তার নির্বাচনী এলাকায় অবস্থান করছিলেন। পরে সন্ধ্যায় স্থানীয় শোরসাক বাজার এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তিনি বাড়িতে ফিরে যান। ওই সময় তিনি তার ঘরের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। ওই দৃশ্য দেখে চেয়ারম্যান মোস্তফার ছোট ভাই হুমায়ুন কবির হামলাকারীদের বাধা দেয়ার চেষ্টা করেন। এতে হামলাকারী দুর্বৃত্তের দল হুমায়ুনকে বেদম প্রহার করে। এতে চেয়ারম্যান প্রাণের ভয়ে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে দুর্বৃত্তদের দল সেখান থেকে কেটে পড়ে। পরে তার স্বজনরা ও স্থানীয়রা চেয়ারম্যানকে বিভিন্ন জায়গায় খোঁজ করেন। মঙ্গলবার সকালে চেয়ারম্যানের বাসগৃহের পশ্চিম পাশের পুকুরে তার মরদেহ স্বজনরা খুঁজে পান।