বাংলারজমিন
কিশোরগঞ্জে মন্দিরে মন্দিরে শিক্ষার্থীদের পাহারা
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৭ আগস্ট ২০২৪, বুধবারলুটপাট, নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কিশোরগঞ্জে রাত জেগে পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন সাধারণ ও মাদ্রাসা শিক্ষার্থীরা। বিষয়টি স্থানীয় সকল মহলের প্রশংসা কুড়াচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান শহরের কালীবাড়ী মন্দিরে সোমবার রাত থেকে পাহারা বসিয়েছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। মাদ্রাসা শিক্ষার্থীদের একটি দল সেখানে পাহারা শুরু করলে স্থানীয় অনেকেই সেখানে ছুটে যান। তারা মাদ্রাসা শিক্ষার্থীদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। মন্দিরের পাহারায় মাদ্রাসা শিক্ষার্থীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেটি ভাইরাল হয়। এদিকে জেলা শহরের কালীবাড়ী মন্দির ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও ব্যবসায়িকসহ বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষায় সাধারণ শিক্ষার্থী ও মাদ্রাসা শিক্ষার্থীরা পাহারা দিচ্ছেন। অন্যদিকে এক দফার আন্দোলনকে ঘিরে শহর জুড়ে বিভিন্ন সড়কে পড়ে থাকা গুলির খোসা, ইটের টুকরো, ময়লা-আবর্জনাসহ বিভিন্ন জিনিসপত্র পরিষ্কারের জন্য অভিযানে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে শহরের বিভিন্ন সড়কে হাতে ঝাড়ু নিয়ে গ্লাভস পরে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে দেখা গেছে। এ ছাড়া ট্রাফিক পুলিশ না থাকায় শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও কাজ করছেন সাধারণ ও মাদ্রাসা শিক্ষার্থীরা।