বাংলারজমিন
নাটোরে পলকের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
নাটোর প্রতিনিধি
৬ আগস্ট ২০২৪, মঙ্গলবারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এতে খুশিতে নাটোরে বিশাল বিজয় মিছিল করছেন ছাত্র-জনতা। এছাড়া রাস্তায় নেমে আসে সর্বস্তরের মানুষ। বিপুলসংখ্যক নারী ছাত্রী ও শিশু সহ সব বয়সী ও পেশার মানুষ রাস্তায় নেমে আসেন। অন্যদিকে বিক্ষুব্ধ জনতা ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি, বড়াইগ্রাম গুরুদাসপুর-এর সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়ি, বর্তমান সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর অফিস, নাটোর পৌর মেয়র কুমার চৌধুরী জলির বাসভবন ও জেলা আওয়ামী লীগের কার্যলয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়াও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছোট ভাই সাজিদুল ইসলাম সাগর বাসা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলুর বাসা সহ আরো কিছু নেতাকর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এছাড়া ভাঙচুর করা হয়েছে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনের অফিস, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের অফিস সহ আরো কিছু স্থাপনায়। সোমবার বিকেল ৩টার পর থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে মূল সড়কে খন্ড খন্ড মিছিল নিয়ে বের হয় ছাত্র-জনতা। সংবাদ লেখা পর্যন্ত হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন শহরের কানাই খালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। ছাত্রজনতা বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ।
আগুন দিয়া কি ধরনের রাজনীতি বা প্রতিহিংসা? সন্ত্রাসী এবং ভদ্র মানুষের পার্থক্য কোথায়? তাদেরকে বিচারের আওতায় আনেন, ধরে নিয়ে আসেন থানায় বা যেখানেই হোক বিচার করেন । নতুন বাংলাদেশে এসব প্রতিহিংসার রাজনীতিমূলক কাজ থেকে বিরত থাকুন