ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নাটোরে পলকের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা

নাটোর প্রতিনিধি
৬ আগস্ট ২০২৪, মঙ্গলবারmzamin

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এতে খুশিতে নাটোরে বিশাল বিজয় মিছিল করছেন ছাত্র-জনতা। এছাড়া রাস্তায় নেমে আসে সর্বস্তরের মানুষ। বিপুলসংখ্যক নারী ছাত্রী ও শিশু সহ সব বয়সী ও পেশার মানুষ রাস্তায় নেমে আসেন। অন্যদিকে বিক্ষুব্ধ জনতা ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি, বড়াইগ্রাম গুরুদাসপুর-এর সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়ি, বর্তমান সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর অফিস, নাটোর পৌর মেয়র কুমার চৌধুরী জলির বাসভবন ও জেলা আওয়ামী লীগের কার্যলয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়াও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের  ছোট ভাই সাজিদুল ইসলাম সাগর বাসা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলুর বাসা সহ আরো কিছু নেতাকর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এছাড়া ভাঙচুর করা হয়েছে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনের অফিস, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের অফিস সহ আরো কিছু স্থাপনায়। সোমবার বিকেল ৩টার পর থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে মূল সড়কে খন্ড খন্ড মিছিল নিয়ে বের হয় ছাত্র-জনতা। সংবাদ লেখা পর্যন্ত হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন শহরের কানাই খালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। ছাত্রজনতা বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ।

বিজ্ঞাপন
অনেকে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। এবং সেনা সদস্যদের সাথে আলিঙ্গন করতে দেখা যায় ছাত্র জনতাকে আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ। এদিকে বিকেল চারটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে (জান্নাতি প্যালেস) আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এখন পর্যন্ত আগুন জ্বলছে। একই সময় আইসিটি প্রতিমন্ত্রী আহমেদ পলকের বাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া ভাঙচুর করা হয়েছে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর চালানো। অপরদিকে বাগাতিপাড়ার তমালতলা মোড়ে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা।  
 

পাঠকের মতামত

আগুন দিয়া কি ধরনের রাজনীতি বা প্রতিহিংসা? সন্ত্রাসী এবং ভদ্র মানুষের পার্থক্য কোথায়? তাদেরকে বিচারের আওতায় আনেন, ধরে নিয়ে আসেন থানায় বা যেখানেই হোক বিচার করেন । নতুন বাংলাদেশে এসব প্রতিহিংসার রাজনীতিমূলক কাজ থেকে বিরত থাকুন

Billal Akon
৭ আগস্ট ২০২৪, বুধবার, ২:১৯ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status