ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বীরগঞ্জে আওয়ামী লীগ অফিসে হামলা-অগ্নিসংযোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
৫ আগস্ট ২০২৪, সোমবারmzamin

দিনাজপুরের বীরগঞ্জে থানায় হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালানোর পর আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার পর পুরো এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। গতকাল সকাল ১১টায় বীরগঞ্জ সরকারি কলেজের সামনে অবস্থান নেয় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। এরপর মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পুরো শহর চলে যায় আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। শত শত শিক্ষার্থীদের মিছিল আর স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো শহর। দুপুরে নামাজের বিরতির জন্য কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। কিন্তু দুপুর আনুমানিক ২টায় একদল যুবক লাঠিসোটা নিয়ে হঠাৎ করে বীরগঞ্জ থানায় হামলা চালিয়ে দু’টি পুলিশ পিকাপ, একটি মোটরসাইকেলসহ আসবাবপত্র ভাঙচুর করে। পরে তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন
এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, বিনা উস্কানিতে থানায় হামলা চালানো হয়েছে। আমাদের কাছে এটি পূর্বপরিকল্পিত মনে হয়েছে। শান্তিপ্রিয় বীরগঞ্জকে অশান্ত করার চক্রান্তে আমরা মর্মাহত। তবে জনগণের জানমাল রক্ষার্থে পুলিশ বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status