বাংলারজমিন
পলাশবাড়ীতে এমপি মেয়রের বাড়ি ভাঙচুর পৌরসভা কার্যালয় ও যানবাহনে আগুন
পলাশবাড়ী প্রতিনিধি
৫ আগস্ট ২০২৪, সোমবারপলাশবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে অগ্নিসংযোগ, যাত্রীবাহী বাসে আগুন, এমপি ও মেয়রের বাসভবন ভাঙচুরসহ বেশকিছু যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ একটি বিশাল মিছিল পৌর শহরের রংপুর বাসস্ট্যান্ড থেকে বের হয়ে চৌমাথা মোড়ে পৌঁছালে স্থানীয় সিটি ব্যাংকের ওপর থেকে কতিপয় দুষ্কৃতকারীরা মিছিলকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ঘটনার সূত্রপাত হয়। এ সময় সাধারণ ছাত্রদের সঙ্গে যোগ দেয় জামায়াত- বিএনপি’র অসংখ্য নেতাকর্মী। প্রথমে তারা পলাশবাড়ী পৌর মেয়রের বাড়ি ও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় তারা পৌরসভার একটি মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।