ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ অফিস ভাঙচুর, ১২ মোটরসাইকেলে আগুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৫ আগস্ট ২০২৪, সোমবারmzamin

সরকারের পদত্যাগের একদফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এতে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে থাকা নেতাকর্মীদের ১২টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। রোববার বিকাল ৪টার দিকে শহরের পাঠানপাড়ায় এ ঘটনা ঘটে। ফলে কেন্দ্র ঘোষিত জমায়েত কর্মসূচি পালন করতে পারেনি আওয়ামী লীগ। তবে সকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন এবং পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের নেতৃত্বে সমাবেশ করে নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে শহরের শান্তি মোড় থেকে একটি মিছিল বের করে আন্দোলনকারীরা। শহরের বড় ইন্দারা মোড় হয়ে নিউমার্কেটের দিকে আসার পথে বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছন দিক থেকে মিছিলে ইটপাটকেল ছুড়ে মারে আওয়ামী লীগের কর্মীরা। এসময় আন্দোলনকারীরা তাদের ধাওয়া করে আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পাশে থাকা ১২টি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আওয়ামী লীগ নেতারা জানান, আন্দোলনকারীরা বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ে এসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর পাশে থাকা মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয়। এতে ১২টি মোটরসাইকেল পুড়ে গেছে।
এদিকে শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের মিছিল ও বিক্ষোভ করতে দেখা যায়।

বিজ্ঞাপন
সংহতি প্রকাশ করে মিছিলে যোগ দেন আইনজীবীরাও। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মহানন্দা সেতুর টোলঘর এলাকা অবরোধ করে স্লোগান দেয়। আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে উত্তাল করে রাখে পুরো শহর। এ সময় আন্দোলনকারীরা ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসঙ্গে, জ্বালোরে জ্বালো-আগুন জ্বালো, লেগেছেরে লেগেছে-রক্তে আগুন লেগেছে,’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে। উল্লেখ্য, সরকার পতনের একদফা দাবিতে গতকাল রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status