ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

দোহারে স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ সাংবাদিকসহ আহত ২০

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
৫ আগস্ট ২০২৪, সোমবারmzamin

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা একদফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকার দোহার। রোববার সকাল থেকে উপজেলার লটাখোলা করমআলী মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে সাংবাদিক, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ অন্তত ২০ জন। গুলিবিদ্ধ হয়েছে উপজেলার রাইপাড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিব। এ সময় বিক্ষুব্ধরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একাধিক মোটরসাইকেল।
একদফা দাবিতে রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার লটাখোলা থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় মিছিলটি বাঁশতলা মোড় অতিক্রম করার সময় পেছন থেকে স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। হামলার ঘটনা ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে বাঁশতলায় অবস্থান নেন শিক্ষার্থীলা। এ সময় শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটেন স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকারদলীয় সমর্থকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়ে পুলিশ। এ সময় সরকারদলীয় নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। সংঘর্ষের সময় মানবজমিনের স্টাফ রিপোর্টার শামীম আরমানসহ আহত হন অন্তত ২০ জন। গুলিবিদ্ধ হয়েছে উপজেলার রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাজিব। এ সময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে। পরে শিক্ষার্থীরা করমআলী মোড়ে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। 
এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে দোহার উপজেলা জয়পাড়া, লটাখোলা করমআলী মোড়, বাঁশতলা ও কার্তিকপুর এলাকায়। শিক্ষার্থীদের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করেছে। এ সময় তারা হামলাকারীদের শাস্তি দাবি করেন। আহত রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব বলেন, বিএনপি ও জামায়াত সন্ত্রাসীরা তার ওপর হামলা করেছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status