ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

পাকিস্তান মিশনে মিরপুরে ফিটনেস টেস্ট

স্পোর্টস রিপোর্টার
৪ আগস্ট ২০২৪, রবিবারmzamin

কোচ চন্ডিকা হাথুরুসিংহে দেশে ফিরে এসেছেন। গতকাল থেকে পাকিস্তানে টেস্ট সিরিজকে সামনে রেখে শুরু হওয়ার কথা ছিল অনুশীলন। গতকাল ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু টানা বৃষ্টির কারণে বাধ্য হয়ে বাতিল করতে হয়। অবশেষে মিরপুরের স্ট্রেংথ পরীক্ষা হয়েছে ক্রিকেটারদের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃষ্টির কারণে দৌড় পরীক্ষা করতে না পারলেও সুযোগ মতো সেটি হবে বলে জানিয়েছেন ফিজিও বায়েজীদুল ইসলাম। মূলত পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের ক্রিকেটাররাই অংশ নিয়েছেন ফিটনেস পরীক্ষায়। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজীদ বলেন, ‘আজ (গতকাল) থেকেই শুরু হবে অনুশীলন। স্কিল ক্যাম্প আগামীকাল থেকে কাজ করবে। আর রানিং টেস্ট পরবর্তীতে আবহাওয়ার ওপর নির্ভর করবে। আর ক্রিকেটারদের উপস্থিত থাকার ওপর নির্ভর করবে। অনেক প্লেয়ার ‘এ’ টিমে যাবেন, জাতীয় দলের প্রোগ্রামে। সময়টা বের করা হলে আবার প্ল্যান করা হবে।’ তবে দেশের বর্তমান পরিস্থিতিতে আজ মিরপুর শেরেবাংলা মাঠে অনুশীলন হবে কিনা তা নিয়ে আছে প্রশ্ন। এই রিপোর্ট লেখা পর্যন্ত অনুশীলন নিয়ে বিসিবি’র পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এক দফা ফিটনেস টেস্ট হয়েছিল জাতীয় দলের ক্রিকেটারদের। অবশ্য এবার সামনে পাকিস্তানে টেস্ট মিশন। টি-টোয়েন্টি দলের সবাই এখানে নেই। নতুন নতুন কয়েকজন যোগ হবেন টেস্ট দলে। তবে বিসিবি চাইছে সবার অবস্থা আরও একবার যাচাই করে নিতে। এ বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আর আজকে তার ফলোআপ পরীক্ষা ছিল। ফলো আফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল। কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, রানিং টেস্ট আবহাওয়ার কারণে করতে পারিনি। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে। যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে ১৪ জন টেস্ট দিয়েছেন সব মিলিয়ে।’ মিরপুরে আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে জাতীয় দলের টেস্টের অনুশীলন। ১৭ই আগস্ট পাকিস্তানে টেস্ট  খেলতে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। 
তাসকিন যেভাবে ফিরতে পারেন টেস্টে
অন্যদিকে টেস্ট দলে পেসার তাসকিনের ফেরার ইঙ্গিত দিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে ইনজুরি আক্রান্ত এই পেসারের সাদা পোশাকের ফরম্যাটে ফেরা নিয়ে রয়েছে শঙ্কা। তবে জাতীয় দলের ফিজিও তাসকিনের পাঁচদিনের ক্রিকেটে ফেরার উপায়ও বাতলে দিয়েছেন। তাসকিন আহমেদ সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুনে, আফগানিস্তানের বিপক্ষে। আবার টেস্ট ক্রিকেটে ফিরতে হলে কি করতে হবে, তা জানিয়েছেন ফিজিও বায়েজীদুল ইসলাম খান। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেসের পরীক্ষা ‘ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট’ এরপর সাংবাদিকদের এ কথা জানান এই ফিজিও। তিনি বলেন. ‘তাসকিনের চোট পরবর্তী অবস্থা জানিয়ে তিনি বলেছেন, ‘তাসকিন তো এতদিন টি-টোয়েন্টি সংস্করণে খেলেছে। ওই সময় তো লম্বা স্পেল বল করা হয় নাই। ওর কাঁধের একটা সমস্যা ছিল এমনকি বিশ্বকাপের সময়ও আমরা তার কাঁধ দেখিয়ে এনেছি। কাঁধের যে সমস্যাটা ছিল, সেটা একই রকম আছে। কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এটা নিয়ে আপনি খেলতে পারবেন। এর মানে হলো, সে যদি ওয়ার্কআউট করে, তাহলে সে খেলতে পারবে। সেদিক থেকে অবশ্যই তাসকিন টেস্টে অ্যাভেইলেবল আছে।’ 
তবে লম্বা সময় দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে দূরে থাকায় লম্বা স্পেল বোলিং করার অভ্যাসটা নতুন করে গড়ে তোলার কথাও বলেছেন বায়েজীদুল, ‘টেস্ট খেলতে হলে বোলিং ওয়ার্কলোড, লম্বা স্পেল করতে হয়। আস্তে আস্তে বিল্ড আপ করে তারপর টেস্ট খেলতে হয়। সে যেহেতু একটা লম্বা সময় টি-টোয়েন্টি খেলছে, এখন সে চেষ্টা করে দেখবে। সে যদি ভালো অনুভব করে, তাহলে সে ইনশাআল্লাহ আবার টেস্ট খেলতে পারবে।’  ঘরের মাঠের সেই টেস্টের পর চোটের কারণে দীর্ঘ পরিসরের ক্রিকেটে নেই তাসকিন। গত ফেব্রুয়ারিতেই তিনি টেস্ট থেকে সাময়িক বিরতি নেয়ার কথা জানিয়েছিলেন।  
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status