ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নারায়ণগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
৪ আগস্ট ২০২৪, রবিবার

 গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল নারায়ণগঞ্জ। সকাল থেকে পুরো নগরীর নিয়ন্ত্রণ নিয়ে নেয় আন্দোলনকারী হাজার হাজার শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ হন অভিভাকমহল ও সাধারণ মানুষ। দলমত নির্বিশেষে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে নারায়ণগঞ্জের সবগুলো প্রবেশপথ বন্ধ হয়ে যায়। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়। শিক্ষার্থীদের অবস্থানের সময় নারায়ণগঞ্জের কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীদের দেখা যায়নি। ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন একটা তৎপরতা। তবে চাষাঢ়ার মোড়ে বিজিবি’র গাড়ি শিক্ষার্থীরা আটকে দিলে শিক্ষার্থীদের সঙ্গে সহমর্মিতা জানিয়ে তারা স্থান ত্যাগ করে। সকাল সাড়ে ১১টায় নগরীর দুই নম্বর রেলগেট থেকে মিছিল নিয়ে চাষাঢ়ায় গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও বিজয়স্তম্ভের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ মহিলা কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী রাস্তার নেমে আসে। মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে উঠে নারায়ণগঞ্জের রাজপথ। এদিকে আগে চাষাঢ়া এলাকায় পূর্ব থেকেই আইনশঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যেতো। কিন্তু গতকাল তাদের কোনো তৎপরতা দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপদ দূরুত্বে অবস্থান করেছেন। তবে চাষাঢ়ার আশপাশে তাদের দেখা যায়নি। ‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারই অংশ হিসেবে গতকাল নারায়ণগঞ্জে  বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিকাল ৫টায় তারা কর্মসূচি সমাপ্ত করেন। এবং আজ ঘোষিত সর্বাত্মক অসহযোগ আন্দোলন করবেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জানান, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে আপাতত আমাদের কোনো পদক্ষেপ নেই। তবে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status