ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি
৩ আগস্ট ২০২৪, শনিবারmzamin

কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে  বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শুক্রবার  বিকাল ৪টায় মিছিল নিয়ে টাঙ্গাইল আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে অন্তত ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে সাড়ে ৪টার পরে তারা অবরোধ তুলে দেয়।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা শহরের সাবালিয়া  থেকে বিক্ষোভ মিছিল বের করে। ছাত্র-জনতার ওই মিছিলটি শহরের সাবালিয়া থেকে বের হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে দিয়ে জেলা সদর মসজিদ হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরের বিভিন্ন মসজিদে নামাজ আদায় শেষে নানা শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক এবং শিক্ষকরা ছাত্রদের মিছিলে যোগ দেয়। এ সময় বিশৃঙ্খলা এড়াতে বিপুল পরিমাণ পুলিশ সতর্ক অবস্থান নেয়। এ ছাড়া বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্র-জনতার বিশাল মিছিলটি টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে নাম-পদবি উল্লেখ না করে বক্তারা শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার  ঘোষণা দেন। এ সময় পুরো শহরে উত্তেজনা বিরাজ করছিল। এদিন বিকাল সাড়ে ৩টার দিকে প্রেস ক্লাব থেকে ছাত্রদের একটি খণ্ড মিছিল শহরের পুরাতন বাসস্ট্যান্ড হয়ে মহাসড়কের আশেকপুর বাইপাসে গিয়ে মহাসড়ক অবরোধ করে। 
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন জানান, পুলিশ অতি  ধৈর্যসহকারে দায়িত্ব পালন করেছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status