খেলা
প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল
ফ্রান্সের প্রতিশোধ নাকি আর্জেন্টিনার জয়যাত্রা
সামন হোসেন,প্যারিস(ফ্রান্স) থেকে
২ আগস্ট ২০২৪, শুক্রবার
ফিফা বিশ্বকাপের ফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। অলিম্পিকে নেই এই দুই মহাতারকার কেউ। তারপরও আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ বলে কথা। এই দুই পরাশক্তির লড়াইয়ে নজর থাকে সারা ফুটবল দুনিয়ার। এমনই লড়াই আজ হতে যাচ্ছে ফ্রান্সের আর একটি শহর বোর্দোয়, প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। প্যারিস থেকে ৫৩৬ কিলোমিটার দূরে বোর্দোতে ন্যুভো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে এই ম্যাচ।
২৬শে জুলাই শুরু হওয়া অলিম্পিকের এখন মাঝপথই বলা যায়।
এরইমধ্যে শতাধিক স্বর্ণের নিস্পত্তি হয়েছে। রাফায়েল নাদালের মতো বহু তারকার পতন যেমন ঘটেছে, তেমনি লিওঁ মারশাঁর মতো অনেকের স্থানও ঘটেছে এই অলিম্পিকে। কর্মব্যস্ত প্যারিসে মানুষ নানা ডিসিপ্লিনে নিজ দেশের ক্রীড়াবিদদের উৎসাহ দিতে ছুটছেন এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে। সবচেয়ে বেশি দর্শক চোখে পরেছে লা দিফঁসে। সেখানে সাঁতার দেখতে এসেছেন প্যারিসের বাইরে থেকে অনেকে। ইনভেলিডসের আরচারির চিত্রও প্রায় একই রকম। আট সোনা নিয়ে গতকাল পর্যন্ত পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানও স্বাগতিক ফ্রান্সের। এবার তাদের নজর ফুটবলে। অলিম্পিক ফুটবলে এখন পর্যন্ত দুইবার পদক জিতেছে ফ্রান্স। ১৯০০ সালে ঘরের মাঠে রৌপ্য এবং ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস স্বর্ণ জিতে লস ব্লুরা। ম্যাচের দু’দিন আগেই শেষ হয়েছে ফ্রান্স আর্জেন্টিনা ম্যাচের টিকিট। অনলাইনে হাই ডিমান্ডে গিয়ে পাওয়া যাচ্ছে না ম্যাচের টিকিট। তাই প্যারিসের দর্শকদের ভরসা ফ্যান জোন। ছুটির দিনে ম্যাচটি হওয়াতে তা নিয়ে তাদের বাড়তি উন্মাদনা। কয়েক জনের সঙ্গে কথা বলে জানা গেলো তারা প্রস্তুতি নিচ্ছেন ফ্যান জোনে যাওয়ার।
তবে আর্জেটিনার দর্শকরা স্টেডিয়ামে গিয়েই গলা ফাটাতে চান। মেট্রোরেলের আট নম্বর লাইনে হন্তদন্ত হয়ে যাচ্ছিলেন তিন আর্জেন্টাইন সমর্থক। তাদের একজন মার্সেলো তো বলেই দিলেন, ‘২০০৪ ও ২০০৮ সালে টানা দুইবার অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা। মাঝে বিরতি দিয়ে এবার নতুন মিশন। বোর্দোর ম্যাচের দিকে আমরা তাকিয়ে আছি। এই ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অলিম্পিকের সোনা জয়ের জন্য মুখিয়ে সবাই। আমাদের অনেকেই দলকে সমর্থন দিতে বোর্দোতে যাবো।’ মেসির সতীর্থ আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাসচেরানো অবশ্য ম্যাচটি আলাদা কিছু দেখছেন না। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমরা জানি ফ্রান্সের বিপক্ষে খেলার গুরুত্ব কতটুকু। তারা টুর্নামেন্টের আয়োজক। তবে ফাইনালে যাওয়ার পথে যে-ই আসুক, তাদের হারাতে হবে।’ অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দল খেলানোর নিয়ম থাকলেও সর্বোচ্চ তিনজন ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় রাখা যায়। সেই নিয়মেই ফ্রান্স দলে আছেন আলেক্সান্দ্রে লাকাজাতে, জাইরে এমেরি ও জ্যাঁ-ফিলিপ্পে মাতেতা। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাসচেরানো মেসি, ডি মারিয়া, মার্টিনেজকে না পেলেও আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াডে আছেন ২০২২ বিশ্বকাপজয়ী চার ফুটবলার। ১৮ সদস্যের দলে থাকা এই চার ফুটবলার হলেন গোলরক্ষক গেরোনিমো রুয়ি, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা। এতো তারকা থাকার পরেও ২৪ জুলাই মরক্কোর কাছে ২-১ গোলে নাটকীয় হারে শুরুতেই হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা। ফ্রান্সের স্টেড জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়ামে আর্জেন্টিনা সমতাসূচক গোল করলেও সেটা বাতিল করতে লেগে যায় প্রায় দুই ঘণ্টা।
দর্শকদের আকস্মিক হামলায় ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার ঘণ্টাখানেক পর খেলা পুনরায় শুরু হলে আর্জেন্টিনা আর গোল করতে পারেনি। কোয়ার্টার ফাইনালের আগেও সেই ম্যাচের প্রসঙ্গ টেনে আলভারেজ বলেন, ‘হার দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করেছি। প্রথম ম্যাচ নিয়ে খুব রাগ হয়েছিল। তবে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। আশা করি আগামীকাল (আজ) ফ্রান্সকে হারিয়ে বোর্দোর স্টেডিয়ামকে স্তম্ভ করে দিতে পারবো।’ তবে ফ্রান্সের কোচ থিয়েরি অঁরি এমন ম্যাচের আগে ঠিকই নিজেকে ঠান্ডা রেখেছেন। শিষ্যদের মাথাও ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে দর্শকদের সমর্থন যোগানোর আহবান জানিয়েছেন। অলিম্পিকের বাকি তিনটি কোয়ার্টার ফাইনালে খেলবে মরক্কো বনাম যুক্তরাষ্ট্র, জাপান বনাম স্পেন ও মিশর বনাম প্যারাগুয়ে।