ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

আর্জেন্টিনা-ফ্রান্সের লড়াইটা মাঠের বাইরেও

সামন হোসেন প্যারিস (ফ্রান্স) থেকে
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবারmzamin

হঠাৎ করে প্যারিস থেকে সকলের দৃষ্টি সরে গেছে বোর্দোয়। যেখানে আগামীকাল অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্বাগতিক ফ্রান্স। প্যারিস থেকে বোর্দোর দূরত্ব ৫৮৪ কিলোমিটার। প্যারিস থেকে বোর্দোর যাতায়াতের প্রধান মাধ্যম ট্রেন। বিমান, বাসেও সেখানে যাওয়া যায়। তবে বিমানের ভাড়া বেশি আর বাসে সময় লাগায় এখানকার মানুষের প্রথম পছন্দ দ্রুতগতির ট্রেন। সাধারণত বাস ট্রেনের ভাড়া শুরু হয় ১৫ ইউরো থেকে। তবে এই একটি ম্যাচকে কেন্দ্র করে সেই ভাড়া একশ ছুঁয়েছে। এরপরেও ট্রেনের টিকিটের জন্য হাহাকার চারদিকে। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক যারা ফুটবলকে কেন্দ্র করে প্যারিস এসেছেন তারাও টিকিটের জন্য হাপিত্যেস করছেন।  যেকোন মূল্যে বোর্দো যাওয়া চাই তাদের।   

কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ, কোপা আমেরিকা গত তিন বছরে চারটি শিরোপা জেতার পর আর্জেন্টিনার চোখ এখন প্যারিস অলিম্পিকের সোনার পদকে। ২০০৪ ও ২০০৮ সালে টানা দু’বার অলিম্পিক ফুটবলে সোনা জেতে আর্জেন্টাইনরা। এরপর সোনা দূরে থাকা, তারা আর কোনো পদক পায়নি। ১৬ বছরের আক্ষেপ এবার ঘোচাতে চান হুলিয়ান আলভারেজরা। মঙ্গলবার ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর আলভারেজ স্বদেশি ক্রীড়াবিষয়ক টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে বলেন, ‘আমরা হার দিয়ে শুরু করেছিলাম। সেই হার নিয়ে সত্যিই খুব রাগান্বিত ছিলাম। এরপর আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। ফ্রান্স স্বাগতিক। তাই আমরা জানি ওদের বিপক্ষে খেলার অর্থ কী। তবে ফাইনালে যেতে হলে আমাদের সামনে যারাই পড়বে, তাদেরকেই হারাতে হবে।’ আর্জেন্টিনা ও ফ্রান্স ভিন্ন মহাদেশের দল হওয়ায় তাদের খুব একটা দেখা হয় না। দল দুটি সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে। লুসাইলের সেই ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপরই আর্জেন্টিনার সমর্থকেরা ফ্রান্স দলকে নিয়ে অপমানজনক ও বর্ণবিদ্বেষী ভাষা ব্যবহার করে গান গাইলে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। সবশেষ কোপা জয়ের পর  একই কাজ করেন আর্জেন্টিনার ফুটবলার-কর্মকর্তারা, এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বরাও। দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল ফ্রান্সকে ‘ঔপনিবেশিক’  ও ‘দ্বিচারী’ রাষ্ট্র বলেন। যদিও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এরই মধ্যে ফ্রান্স সরকারের কাছে ক্ষমা চেয়েছে আর্জেন্টিনা সরকার। কিন্তু ক্ষোভের আগুন কি এত সহজে নেভে! যাদের সঙ্গে বিবাদ, তারা যখন ঘরের মাঠে প্রতিপক্ষ। তাহলে সবকিছুর উচিত জবাব দেওয়ার এটাইতো মোক্ষম সময়। সেই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত ফ্রান্স। বোর্দোর যে স্টেডিয়ামে খেলা হবে তার ধারণ ক্ষমতা প্রায় ৪৩ হাজার। তার সিংহভাগ এরইমধ্যে বিক্রি হয়ে গেছে। যে কারণে প্যারিসের মানুষ ফ্যান জোনে ম্যাচটি দেখার প্রস্তুতি নিচ্ছেন। প্যারিসের মেট্রোর লাইন ১৪টি। ১৪টি লাইনকে কেন্দ্র করে ১৪টি ফ্যান জোন করেছে আয়োজকরা। 

এরমধ্যে সিটি হলে তৈরি করা হয়েছে সবচেয়ে বড় ফ্যান জোন। এখানে প্রায় দুই লাখের বেশি মানুষ একসঙ্গে উপভোগ করতে পারবে খেলা। ধারণা করা যাচ্ছে আগামীকাল সেখানে তিল ধারণের জায়গা পাওয়া যাবে না। এই ম্যাচের আগে ফ্রান্সের জনগণকে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন দলটির অধিনায়ক জ্যঁ-ফিলিপে মাতেতা। আর্জেন্টিনা ম্যাচের আগে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সম্প্রতি যা ঘটেছে, ফ্রান্সের সবাই তাতে আক্রান্ত হয়েছি। তাই এবার আমরা দেখবো কোয়ার্টার ফাইনালে কী হয়। তবে এই ম্যাচে আপনারা আমাদের সার্পোট করুন। ম্যাচের আগে এমন কিছু করবেন না, যাতে আমাদের ধৈর্য্যচ্যুতি ঘটে।’ তবে এসবের জন্য প্রস্তুত আছেন আর্জেন্টাইন সমর্থকরাও। যারা এখানে খেলা দেখতে এসেছেন তারাও সাবধানে চলাফেরা করছেন। এমন এক জনের সঙ্গে কথা হয় প্যারিসে। হুগো মাত্রা নামের এই আর্জেন্টাইন সমর্থক বলেন, ‘ম্যাচটিতে হয়তো আমাদের জিততে দিবে না। ফ্রান্সে পা রাখার পর থেকে আর্জেন্টিনা দলের সঙ্গে যা হচ্ছে, তা থেকেই আমার এই ধারণা হচ্ছে।’ ফ্রান্সে প্রথম দিনের অনুশীলনে মূল্যবান জিনিসপত্র চুরি হয় আর্জেন্টিনার ফুটবলারদের। মাত্রার মতো আয়োজকদের ইচ্ছাতেই মরক্কোর সঙ্গে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে হারিয়ে দেয়া হয় আর্জেন্টিনাকে। তবে এসবে না তাকিয়ে মাঠের লড়াইয়ে আর্জেন্টিনাকে মন দেয়ার পরামর্শ দিয়েছেন স্বাগতিক সমর্থকরা।  

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status