খেলা
সাকিবের মন্তব্যে ‘বিতর্ক’ যা বললেন জালাল ইউনুস
স্পোর্টস রিপোর্টার
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবারসাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে ব্যাপক অস্থিরতা চলছে। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল গোটা দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেন ক্রীড়াঙ্গনের তারকারাও। তবে এই ঘটনায় কোনও মন্তব্য না করায় সরকার দলীয় এমপি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে ক্ষুব্ধ অনেকেই। অন্যদিকে বিশ্বসেরা এই অলরাউন্ডারের মাঠের সময়টাও খুব ভালো যাচ্ছে না। নানা সময় নানা কাণ্ডের জন্ম দেয়া এই ক্রিকেটার যে বিতর্কের বাইরে থাকতেই পারেন না। বর্তমানে তিনি কানাডায় খেলছেন গ্লোবাল টি-টোয়েন্টি লীগে। সেখানেই বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি দর্শক সাকিবকে প্রশ্ন ছুঁড়ে দেন। ক্ষোভের সুরে জানতে চান, চলমান এই অস্থিরতায় তার নীরব থাকার কারণ কী? সাকিব অবশ্য সরাসরি কোনো উত্তর দেননি। বরং ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ এই নিয়ে সারাদেশেই প্রতিক্রিয়ার ঝড়। যা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও। গতকাল মিরপুর স্টেডিয়ামে তিনি বলেন, ‘ক্রিকেটে সাকিবের অবদান, আপনারাও ভালো করে জানেন। আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, আমার কমেন্ট করা ঠিক হবে না। এমনটা (ভক্তকে মন্তব্য) করলে সে ঠিক করেনি, সবারই সব জায়গা থেকে অবদান আছে।’
জালাল ইউনুস বলেছেন এটি আসলে বিসিবি’র কোনো বিষয় নয়। তিনি বলেন, ‘দেখেন এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার, সাকিব কী বলেছে সেখানে আমি সেটা বলতে পারবো না। আমি যতটুকু জেনেছি যে কথা বলা হয়েছে। কিন্তু ক্রিকেটে অবদান নাকি এখানে কোনো অবদান বোঝাতে চেয়েছে আমি জানি না।’ অন্যদিকে সাকিব আল হাসান জানিয়েছিলেন তিনি পাকিস্তান সিরিজে টেস্ট খেলবেন। তবে কানাডা লীগে খেলার জন্য বিসিবির কাছ থেকে তার ছুটি ১১ই আগষ্ট পর্যন্ত। যদি শেষ পর্যন্ত তার দল বাংলা টাইগার্স ফাইনাল খেলে তখন হয়তো ছুটির সময়টাও বাড়বে। আর পাকিস্তান সফরের জন্য টেস্ট দল দেশ ছাড়বে ১৭ই আগষ্ট। জানা গেছে সাকিব দেশে ফিরতে পারেন ১২ বা ১৩ই আগষ্ট। বলার অপেক্ষা রাখে না তার টেস্ট প্রস্তুতি নেয়ার তেমন সময় থাকবে না। এক কথায় টেস্ট প্রস্তুতি ছাড়াই তার গুরুত্বপূর্ণ এই সিরিজে খেলার কথা। জালাল ইউনুসও তা স্বীকার করে নিয়েছেন। তিনিও জানেন না সাকিব দেশ থেকে পাকিস্তান যাবেন নাকি সরাসরি দুবাই থেকে চলে যাবেন। তিনি বলেন, ‘সে টেস্টে অ্যাভেইলেবল (পাওয়া যাবে)। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে (সাকিব) পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তিনি টানা খেলছেন সাদা বলে। সেখান থেকে হঠাৎ করেই লাল বলে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে থাকছে প্রশ্নও। আর বারবারই সিরিজ ও টুর্নামেন্টের আগে সাকিবের অনুশীলন না করা নিয়েও অনেকটা অসহায় বিসিবি। তিনি কখন খেলবেন আর খেলবেন না তাও বলতে পারেন না জাতীয় দলের নির্বাচকরা।
পাকিস্তান সিরিজে থাকছেন মুশতাক...এরপর
গেল এপ্রিলে বিসিবির সঙ্গে চুক্তি করেছিলেন পাকিস্তানের সাবেক লেগ-স্পিনার মুশতাক আহমেদ। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই তার বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা ছিল। তবে বিশ্বকাপ শেষে বিসিবি জানিয়েছিল মুশতাককে কোচ হিসেবে পাচ্ছেন লম্বা সময়ের জন্য। কারণ বিশ্বমঞ্চে টাইগার স্পিনারদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে চুক্তি বাড়াতে চেয়েছিল দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। কিন্তু পরে জানা যায়, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে নতুন করে চুক্তি করেছেন মুশতাক। তাই পাকিস্তান সফরে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে তাকে নিয়ে সুসংবাদ দিয়েছেন জালাল ইউনুস। তিনি জানিয়েছেন আগামী মাসে পাকিস্তান সফরে মুশতাককে পাচ্ছে বাংলাদেশ। জালাল বলেন, ‘পাকিস্তান সিরিজের মুশতাক আহমেদ অ্যাভেইলেবল (পাওয়া যাবে)। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করবো তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করবো। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’
ইবাদতকে নিয়ে আশা
ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে ফাস্ট বোলার ইবাদত হোসেন। দ্রুতই তাকে মাঠে ফেরাতে আশাবাদী জালাল ইউনুস। তিনি বলেন, ‘ইবাদত এখনও রিকভার করছে। আমাদের কাছে সবশেষ খবর হচ্ছে, তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সে ৭০ শতাংশের মতো সুস্থ হয়ে উঠেছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছে। রিকভার করুক। তারপর দেখা যাবে।’ অন্যদিকে টেস্ট খেলতে পারবেন তাসকিন আহমেদ এমনটা নিশ্চিত করেছেন জালাল। তিনি বলেন, ‘তাসকিনের কালকে (মঙ্গলবার) একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে (তাসকিন) বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।’