ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৪৬ হিঃ

খেলা

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় ওয়াকার

স্পোর্টস ডেস্ক
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় ফিরছেন ওয়াকার ইউনুস। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কির মতো একই ভূমিকায় দেখা যেতে পারে পাকিস্তানের সাবেক পেসারকে। লাহোরে গত সোমবার পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকার। যদিও এখনো কিছু বিষয়ের মীমাংসা হয়নি। কিন্তু ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওয়াকার পরামর্শক বা পিসিবি প্রধানের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করতে পারেন। ভূমিকা স্থায়ী হলে পদের নাম পরিবর্তন হতে পারে।
ওয়াকারের দায়িত্ব কেমন হতে পারে, তার একটি ধারণা দিয়েছে ক্রিকেট পাকিস্তান। সংবাদমাধ্যমটি জানিয়েছে, নাকভি পিসিবির প্রশাসনিক দিকটা দেখবেন। ওয়াকারের দায়িত্ব হবে ক্রিকেটের বিষয়গুলো দেখা। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট, নির্বাচক কমিটি কিংবা কোনো খেলোয়াড়কে অনাপত্তিপত্র দেওয়া না দেওয়া- এসবই ওয়াকারের কাজের আওতায় থাকবে। পিসিবির একজন বোর্ড কর্মকর্তার বরাত দিয়ে ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, নাকভি ক্রিকেট-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখতে একজন সাবেক ক্রিকেটারকে নিয়োগ দিতে চান এবং সেটা তিনি করতে চান বাংলাদেশ সিরিজের আগেই।
আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ দিয়েই ব্যস্ত সূচি শুরু হবে পাকিস্তান ক্রিকেটে। বাংলাদেশ সিরিজের পর পাকিস্তান অক্টোবরে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট খেলে ঘরের মাঠে তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ।
২০২৫ সালেই পাকিস্তানে হবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের আগে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ, পরে নিউজিল্যান্ডের মাটিতে ৮ ম্যাচের সাদা বলের সিরিজ খেলার কথা পাকিস্তানের। সব মিলিয়ে এমন ব্যস্ত সূচিতে পাকিস্তান ক্রিকেট দল পা রাখার আগে ওয়াকারকে নিয়োগ দিতে চান নাকভি। পিসিবি প্রধান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, যতটা সময় নাকভি পিসিবির দায়িত্বে থাকেন, তা নিয়ে উদ্বিগ্ন তার মন্ত্রণালয়। 
এ ছাড়া পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সামনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতির দায়িত্বও নিতে পারেন নাকভি। সে কারণে পিসিবির জন্য তার সময় বের করাও কঠিন হয়ে যাচ্ছে।
এর আগে তিন দফা পাকিস্তান দলের বোলিং কোচ ও সহকারী কোচ ছিলেন ওয়াকার। প্রধান কোচ ছিলেন দুই দফায়। সর্বশেষ ২০১৯ সালে পাকিস্তানের বোলিং কোচ ছিলেন ওয়াকার। তখন প্রধান কোচ ছিলেন মিসবাহ উল হক। কোচ থাকাকালীন অনেক ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক ভালো যায়নি ওয়াকারের। তাকে নিয়ে নানা সময়ে সমালোচনা করেছেন মোহাম্মদ আমির, উমর আকমল, আহমেদ শেহজাদরা।

খেলা থেকে আরও পড়ুন

Hamdard

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status