ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের, ভুয়া বলে স্লোগান

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৩১ জুলাই ২০২৪, বুধবার, ৩:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন

mzamin

ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে মতবিনিময় সভা ডেকে কাউকে কথা বলার সুযোগ না দেওয়ায় তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সামনেই হট্টগোল করেন তারা। এমনকি ভুয়া বলেও স্লোগান দেন। তোপে পরে সভা শেষ না করেই চলে যান ওবায়দুল কাদের। 
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হওয়ার কথা ছিল বুধবার বেলা ১১টায়।
নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সামনে কথা শুরু করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 
এসময় মত বিনিময়ের আমন্ত্রণ পেয়ে আসা ছাত্রলীগের সাবেক নেতারা সামনে থেকে হট্টগোল শুরু করেন। ডেকে এনে আপনি একাই কথা বলা শুরু করলেন, আমাদেরওতো বহু কথা আছে। এমন কথা বলতে থাকেন কেউ কেউ। কেউ আবার ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে অনুষ্ঠান শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের।
সভা থেকে বের হওয়ার পর ছাত্রলীগের সাবেক নেতাদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মত বিনিময় করতে ডেকে এনে কথা বলার সুযোগ না দেয়া স্বেচ্ছাচারিতা। 
সভা শুরুর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাকও কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন। তাকে দেখেও ছাত্রলীগের সাবেক নেতারা হৈচৈ করেন। এসময় একজনকে বলতে শোনা যায়, তিনি এখানে কেন এসেছেন। তার ছেলেতো ফেসবুকে সরকারের বিরুদ্ধে লেখে।

পাঠকের মতামত

সভা থেকে বের হওয়ার পর ছাত্রলীগের সাবেক নেতাদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মত বিনিময় করতে ডেকে এনে কথা বলার সুযোগ না দেয়া স্বেচ্ছাচারিতা। তাঁরা সেচ্ছাচারীতার সংজ্ঞা ও জানে দেখছি। আচ্ছা তাঁরা যে ভুয়া ভুয়া স্লোগান দিলো তাঁরা কি আসলেই ছাত্রলীগ নাকি বিএনপি জামাত?

AA
৩১ জুলাই ২০২৪, বুধবার, ৮:০১ অপরাহ্ন

ছাত্রলীগের ভাইদের কে বলছি দোহাই আপনাদের আর দেশের ক্ষতি করবেন না। এবার আপনারা সঠিক পথে আসেন দেশ দেশের জনগণের সাথে রাস্তায় নামুন।

Ahmed
৩১ জুলাই ২০২৪, বুধবার, ৫:১৭ অপরাহ্ন

নিশ্চয়ই যারা হট্টগোল করেছেন বা "ভুয়া ভুয়া" বলে চিৎকার করেছেন তারা বি এন পি বা জামাত বা শিবিরের লোক। জনাব মির্জা ফখরুল সাহেব লন্ডনে অবস্থিত তারেক রহমান এর নির্দেশে এসব কান্ড ঘটিয়েছে।

মাকসুদ
৩১ জুলাই ২০২৪, বুধবার, ৫:০৭ অপরাহ্ন

বিনাস কালে বিপরীত বুদ্ধি

মুহাম্মদ আবুল কালাম
৩১ জুলাই ২০২৪, বুধবার, ৪:৪০ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক/ ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status