ঢাকা, ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কারফিউর প্রভাব

সরাইলে লাফিয়ে বাড়ছে সবজির দাম

মাহবুব খান বাবুল, সরাইল থেকে
২৪ জুলাই ২০২৪, বুধবারmzamin

কারফিউর প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সবজির বাজারে। দুর্বল অজুহাতে প্রতিদিনই এখানে বাড়ছে সবজির দাম। ক্রেতাদের অভিযোগ অবস্থা বুঝে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে মানুষকে শোষণ করছেন। কারণ কারফিউ শিথিলের নির্ধারিত সময়ে ক্রেতাদের সবজি ক্রয় করতেই হবে। আর ব্যবসায়ীরা বলছেন কারফিউ’র কারণে চড়া দামে ক্রয় করতে হচ্ছে। এ ছা্‌ড়া সবজি পরিবহনে প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে। ফাঁকে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকদের। সরাইলের বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার কারফিউ ঘোষণার সঙ্গে সঙ্গে সরাইলের বাজারগুলোতে বেড়ে যায় সবজির দাম। ৫০ টাকা কেজি’র কাঁকরোল ৮০ টাকা, ৬০ টাকা কেজি’র শিংলাত (লম্বা বেগুন) বেগুন ১২০, ২৫০ টাকা কেজি’র কাঁচামরিচ ৫৫০ টাকা, ৪০ টাকা কেজি’র মুখি ৬০ টাকা, ৪০ টাকা কেজি’র চিচিঙ্গা ৬০ টাকা, ২০ টাকা কেজি’র ডাঁটা (ডেঙ্গা) ৪০ টাকা, ৩০ টাকা কেজি’র পটোল ৫০ টাকা, ৫০ টাকা কেজি’র শসা ৮০ টাকা, ৩০ টাকা কেজি’র কচুর লতি ৫০ টাকা, ৫০ টাকা কেজি’র বরবটি ৮০ টাকা, ৩০ টাকা  কেজি’র পুঁইশাক ৫০-৬০ টাকা, ৫০ টাকা কেজি’র আলু ৬০ টাকা হয়ে যায়। সবজির মজুত বুঝে ব্যবসায়ীরা মাঝেমধ্যে আরও চড়া দাম হাঁকান। দৈনিক কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল। আর সেই সময়ের মধ্যেই সকলকে সবজি ক্রয় করতে হবে। তাই একই সময়ে সকল ক্রেতা বাজারে হাজির হন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সবজির দাম বাড়িয়ে দেন এক শ্রেণির ব্যবসায়ী। ফলে বিত্তশালীরা ইচ্ছামতো সবজি ক্রয় করতে পারলেও মধ্য আর নিম্নবিত্তের লোকজনের দম দন্ধ হয়ে আসছে। কারণ তারা কোনোভাবেই হিসাব মিলাতে পারছেন না। অনেকেই কোনোরকমে অল্প পরিমাণে সবজি নিয়ে বাড়ি ফিরেন। কেউ কেউ ফিরেন খালি হাতে। চরম কষ্ট ও দুর্ভোগে সময় পার করছেন নিম্নআয়ের মানুষজন। ছোট দেওয়ানপাড়ার বাসিন্দা সমাজকর্মী রওশন আলী, আরিফাইল এলাকার বাসিন্দা মো. হুমায়ুন মিয়া, বণিকপাড়ার মো. আবুল হোসেন, নিজ সরাইল গ্রামের বাসিন্দা মো. দুলাল মিয়া বলেন, কারফিউর কারণে  এমনিতেই শ্রমজীবী লোকেরা বেকার হয়ে পড়েছেন। তারপর সুযোগ বুঝে স্থানীয় ব্যবসায়ীরা সবজির দাম দ্বিগুণ ও তিনগুণ বাড়িয়ে দিচ্ছেন। তারা নিয়ম-নীতি মানছেন না। মন যা চাইছে তা-ই করছেন। ফলে সবজির ক্রয়ক্ষমতা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে। এই মুহূর্তে প্রশাসনের বাজার মনিটরিং একান্ত প্রয়োজন। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম বলেন, কারফিউ চলাকালে সবজি বহনের গাড়িগুলো কোনো ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়ছে না।  আগের মতো স্বাচ্ছন্দ্যে মালামাল পরিবহন করতে পারছেন। খোঁজ নিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status