বাংলারজমিন
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
লক্ষ্মীপুর প্রতিনিধি
(৫ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৩:০৩ অপরাহ্ন
বৈষম্যমূলক কোটাব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবীতে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের ডিসি অফিসের সামনে ঝড়ো হয় শিক্ষার্থীরা। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। তবে আইনশৃংখলা বাহিনীর সদস্যেরা কঠোর অবস্থানে রয়েছে। বিক্ষোভ কর্মসুচিতে অংশ নেয় লক্ষ্মীপুর সরকারী কলেজ ওমহিলা সরকারী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এতে করে দু-পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তৈরি হয় দীর্ঘ যানজট।
এসময় শিক্ষার্থীরা জানান, কোটা বাতিল না হওয়ায় পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেনা। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার না করলেও আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন তারা। এদিকে সকাল থেকে লক্ষ্মীপুর জেলা বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরের অটোরিকসা ও ছোট যানবাহন কিছু চলাচল করছে।
লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।