খেলা
একাদশ থেকে বাদ পড়লেন সাকিব, জয়ে ফিরলো অ্যাঞ্জেলেস
স্পোর্টস ডেস্ক
(৭ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪২ অপরাহ্ন

লম্বা সময় ধরে ফর্ম নিয়ে ধুঁকছেন সাকিব আল হাসান। প্রথমবার খেলতে যাওয়া যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেটেও (এমএলসি) পাননি ফর্মের দেখা। ফলে একাদশ থেকেই বাদ পড়েন গতকাল। তাকে বাদ দেওয়ার ম্যাচেই আসরে টানা ৪ ম্যাচ পর জয় পায় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।
টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় পেলেও টানা ৪ ম্যাচ জয়হীন ছিল অ্যাঞ্জেলেস। যার মধ্যে একটি ম্যাচ পরিত্যক্ত হয়। অবশেষে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় জয় পেলো দলটিউ। মরিসভিলের চার্চ স্ট্রিট পার্কে গত রাতে সিয়াটল অরকাসকে ৪ উইকেটে হারিয়েছে সুনীল নারাইনের নেতৃত্বাধীন লস অ্যাঞ্জেলেস। ৬ ম্যাচে নারাইনের দল জিতেছে ২ ম্যাচ, হেরেছে ৩ ম্যাচ ও এক ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে দলটি।
৪ ম্যাচ খেলে সাকিবের ব্যাট থেকে রান এসেছে ৬০ আর বল হাতে নেন মাত্র ১ উইকেট। এমন বিবর্ণ সাকিবকে তাই আর টানতে চায়নি লস অ্যাঞ্জেলেস। তাকে ছাড়া খেলতে নেমে প্রতিপক্ষকে ১৪২ রানে আটকে রাখে তারা। নারাইন, আন্দ্রে রাসেল, কর্নি ড্রাই, স্পেনসার জনসন—লস অ্যাঞ্জেলের এই চার বোলার প্রত্যেকেই ১টি করে উইকেট নেন।
এরপর লক্ষ্য তাড়ায় ওপেনার জেসন রয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন উন্মুখ চাঁদ। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে যায় নারাইনের দল।
৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ওয়াশিংটন ফ্রিডম। টুর্নামেন্টে দলটি এক ম্যাচও হারেনি। লস অ্যাঞ্জেলেসের সঙ্গে ওয়াশিংটনের একটি ম্যাচ বাতিল হয়েছে। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে টেক্সাস সুপার কিংস। তিন ও চারে থাকা সান ফ্রানসিস্কো ইউনিকর্নস ও লস অ্যাঞ্জেলেস দুই দলেরই সমান ৫ পয়েন্ট। ৩ ও ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে অবস্থান করছে এমআই নিউইয়র্ক ও সিয়াটল।