বাংলারজমিন
সুনামগঞ্জে শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি
(১০ মাস আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ৩:১৬ অপরাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুরে কোটা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের গুলি করে হত্যা এবং হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টার দিকে বাদাঘাট সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়।
এ সময় শত শত শিক্ষার্থী 'কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক' আমার ভাই মরলো কেন বিচার চাই, বিচার চাই শ্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে কলেজ গেইট থেকে পায়ে হেটে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি বাদাঘাট বাজারে এসে মেইন রোড প্রদক্ষিণ শেষে বাদাঘাট-সুনামগঞ্জ রোডে ঘন্টাব্যাপি এ কর্মসূচী পালন করে।