অনলাইন
কবিতা
প্রজন্মের বীর আবু সাঈদ
শহীদুল্লাহ ফরায়জী
(৯ মাস আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ২:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২০ অপরাহ্ন

বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে
মাথায় ও হাতে জাতীয় পতাকা নিয়ে
বুলেটের সামনে দাঁড়ানো
প্রাণ উৎসর্গকারী বীর-মহাবীর
সময়ের সূর্যস্নাত সন্তান।
একজন নিরস্ত্র নাগরিক
দু’হাত প্রসারিত ক’রে মাটিতে দণ্ডায়মান
অথচ তাঁকে রাষ্ট্র ক্ষমা করেনি।
যেখানেই গুলি করেছে
সেখানেই জাতীয় পতাকা।
বিবেক সুরক্ষা দিতে
উচ্চকিত হাতে পতাকা নিয়ে
সূর্যের আলোতে গেঁথে দিয়েছিলে,
শাসকরা বুঝলো—
অঘোষিত মৃত্যুদণ্ড ছাড়া
আর প্রতিরোধ করা যাবে না।
এক আবু সাঈদ
অন্যায়ের বিরুদ্ধে, ন্যায্যতার পক্ষে
লড়াই ছড়িয়ে দেবে আকাশে-বাতাসে,
লড়াই তুলে দেবে ছাত্রদের হাতে-হাতে
পতাকা উড়িয়ে দেবে স্কুলে-স্কুলে,
উঠোনে-উঠোনে, গাছের পাতায়-পাতায়।
যারা ভোট খেয়ে ফেলে
খেয়ে ফেলে রাষ্ট্রীয় সম্পদ
মুক্তিযুদ্ধ আত্মসাৎ ক’রে ফেলে
ব্যক্তিগত করে ফেলে রাষ্ট্রকে,
তারা আবু সাঈদকে বাঁচতে দিলো না।
মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর
আবার মুক্তিযুদ্ধ,
আবার রক্ত ঝরানো-লড়াই!
আবার সন্তানের লাশ প’ড়ে আছে
আবার মস্তক ছিন্ন
আবার দেহ খন্ড-বিখন্ড
আবার রাজপথ রক্তরঞ্জিত
আবার মায়ের আহাজারি
আবার জন্ম নেবে আবু সাঈদ
আবার জন্ম নেবে প্রজন্মের মুক্তিযোদ্ধা,
যারা রাজপথে দাঁড়িয়ে
মৃত্যুকে পরাজিত করবে,
বীরের রক্তে রক্তাক্ত পতাকা
আবার উড়বে বৈষম্যহীন বাংলায়।
হে বীর,
জেনে রেখো—বীরের মৃত্যু নেই
আবার জন্ম নেবে তুমি বাংলার ঘরে ঘরে
আবার পতাকা নিয়ে
মিছিলে যাবে অনন্তকাল ।
১৭ জুলাই, ২০২৪
[email protected]
পাঠকের মতামত
এই প্রজন্মের বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ।
কোটায় কাপছে গোটা দেশ, দুর্নীতিবাজদে সময় শেষ! মেধা পিছালো,44% কোটা এগুলো! 56% বেনজির, মতিউর এরাই সেই হারামি গুলো। কোটা সুবিধা নিচ্ছে বেশ, দুর্নীতিবাজদের হাতে বাংলার অর্থনিতি শেষ। কোটা থাকবেনা, হবে শেষ, মেধা দিয়ে সুন্দর করে গরে তুলবে বাংলাদেশ।
ন্যায্য দাবি আদায়ে প্রাণ দিল আবু সাঈদ চেপে থাকা জগদ্দল সরাতে এসে হইল শহীদ। শহীদের রক্ত বৃথা যায়নি, সাক্ষী আছে ইতিহাস অচিরেই পোহাবে আঁধার রাত্রি, দূরে সকল ত্রাস।
শহীদ আবু সাইয়িদ তুমি মর নাই যত দিন থাকবে পদ্মা মেঘনা যমুনা বহমান তত দিন তোমার নাম বাংলার প্রতিটি ঘরে ঘরে থাকবে।
কাঁদোনা শহীদ আবু সাইদের মাজননী কাদোনা আপনার কলিজার টুকরা আবু সাইদ শহীদ হয়েছেন আপনি দেখবেন বাংলাদেশের ঘরে ঘরে লক্ক লক্ক আবু সাইদের জন্ম নিয়েছেন, মহান আল্লাহ্ শহীদ আবু সাইদকে আপনার জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও এবং শহীদের মা, বাবা, ভাইবোনদেরকে সবকেজামিল করার তওফিক দান করুন।আমিন
তুমিই আসল রণবীর
আবু সাইদ বেঁচে থাকবে যতদিন এ ভূখন্ড থাকবে। কালের বিবর্তনে হারিয়ে যাবে আবু সাইদের ঘাতকেরা। সালাম হে মহান বীর
দোয়া করি আল্লাহ তায়ালা ঐ আবু সাইদ ভাইকে শহীদী মর্যাদা দান করেন,,, এবং তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন,, امين
কবি সালাম, বীর সেনানী আবু সাইদ অমর হোক।
এই ছেলেটা আমার হিরো। এই ছেলেটা আপনার হিরো। এদের ছবি উঠে আসুক আপনার আমার টিশার্টে, শরীরে, মনে, মননে।
মানুষ হতে মানুষ আসে, বিরুদ্ধতার ভীড় বাড়ায় আমিও মানুষ তুমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়
কবিতা; কাল জয়ী হও!
Absolutely RIght. Almighty give him highest Zannat. Ameen.
স্যালুট জানাই বীর শহীদ আবু সাঈদকে।স্যালুট জানাই গীতিকার ও কবিকে।
একজন শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন।