ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

এলজিইডি কর্মকর্তার ৫ লক্ষ টাকা আত্মসাৎ, ভুক্তভোগী কর্মীদের অফিস ঘেরাও

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

(১১ মাস আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ১২:০১ অপরাহ্ন

mzamin

হবিগঞ্জের মাধবপুরে এলজিইডির পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩)-এর নারী কর্মীদের মজুরির টাকার একটি অংশ দীর্ঘদিন থেকে আত্মসাৎ ও তাদের নানা হয়রানি করার অভিযোগে নারী কর্মীরা অফিস ঘেরাও করেন।
মঙ্গলবার (১৬ জুলাই) মাধবপুরের উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সামনে কর্মীরা অফিস ঘেরাও কর্মসূচি ও প্রতিবাদ করেন।
জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ১০৭ নারী কর্মী ওই প্রকল্পে কাজ করছেন। কিন্তু তাদের মজুরি থেকে প্রতি মাসে নিয়ম বহির্ভূতভাবে ১০০ টাকা করে প্রত্যেকের কাছ থেকে কর্তন করা হয়। পুরো প্রকল্পে যা হিসাব করলে দাঁড়ায় ৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা।
ভুক্তভোগী নারী শ্রমিকদের অভিযোগ, ৪ বছর মেয়াদি ওই প্রকল্পের মজুরির টাকার একটি অংশ কর্মকর্তা-কর্মচারীরা আত্মসাৎ করছে। এছাড়া কর্মীদের ব্যাংকের হিসাব থেকে তাদের অজ্ঞাতে টাকা উত্তোলন করা হয়। প্রদান করা হয়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টের চেক বইও। বিগত ৪ বছর ধরে প্রত্যেক শ্রমিকের কাছ থেকে ১০০ টাকা করে কর্তন করা হচ্ছে। প্রতিবাদ করলে কাজ হারানোর ভয় দেখানো হয়।
উপজেলার প্রকল্পটির কমিউনিটি অর্গানাইজার যোবায়ের আনসারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হবিগঞ্জ এক্সচেঞ্জ অফিসে অতিরিক্ত টাকা পাঠিয়ে দিতে হয়। বিষয়টি উপজেলা প্রকৌশলী অবগত আছেন। অফিস খরচ বাবদ কিছু টাকা আমরা রেখে দেই তাদের কাছ থেকে।
যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা বলেন, বিষয়টি একটি সময় নিয়ে খতিয়ে দেখতে হবে। আমি নতুন যোগদান করেছি।
হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, আমাদের জেলা অফিসে কোনো খরচ পাঠাতে হয় না। মাধবপুরের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম বা অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করে দেখা হবে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status