ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার

(৯ মাস আগে) ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৩:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিনা উস্কানিতে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের ওপর নির্বিচার হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষে কথা বলছে। এটা স্পষ্ট, এর পেছনে রয়েছে বিএনপি-জামায়াত। একটা অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে চক্রান্ত করছে। একটা অপশক্তিকে এর পেছনে লেলিয়ে দিয়েছে। প্রশাসনের ধৈর্য্য ধরা মানে দুর্বলতা নয়। সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে। আজ দুপুরের রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাফ জানিয়ে দেন, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে টার্গেট করে যে আন্দোলন- তা প্রতিহত করা হবে। তিনি বলেন, ধৈর্য ধারণ করা মানে নীরবতা নয়, সময় মতো ব্যবস্থা নেয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের পেছনে একটি মতলবি মহল আছে। অতীতেও সড়ক আন্দোলন কোটা আন্দোলনের উপর ভর করে আন্দোলনের ফসল ঘরে তুলতে চেয়েছিল বিএনপি। অগ্নি সন্ত্রাস করেছে। কিন্তু সে আন্দোলনে তারা সাড়া পায়নি। জনগণের শক্ত অবস্থানের কাছে পরাস্ত হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আজকে যে কোটা সংস্কার আন্দোলন চলছে, এ আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছে তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটা অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে চক্রান্ত করছে। একটা অপশক্তিকে এর পেছনে লেলিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী কোটা নিয়ে সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন সেটাকে বিকৃত করে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করার অপ্রয়াস চালাচ্ছে। প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার শব্দ ব্যবহার করেননি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াতের ক্যাডাররা জোর করে ছাত্রদের আন্দোলনে নামতে চাপ দিচ্ছে। বিনা উস্কানিতে ছাত্রলীগসহ সাধারণ ছাত্রদের ওপর গতকাল হামলা চালিয়েছে। ছাত্রলীগের অন্তত ৫শ নেতাকর্মী আহত, ২ জন নেতা গুলিবিদ্ধ। ছাত্রলীগের বিভিন্ন নেতার ভুয়া ছবি ব্যবহার করে বিভিন্ন পেজে অপপ্রচার করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোটা সংস্কারের বিষয়টি সর্বোচ্চ আদালতের বিষয়। আদালত ছাড়া অন্য কোনো উপায় বা বল প্রয়োগ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ নেই।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার যে বিবৃতি দিয়েছেন তার নিন্দা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্য দেশের গণতন্ত্র নিয়ে কথা বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যে আন্দোলন স্বাধীনতাকে টার্গেট করে; সে আন্দোলন মোকাবিলা করবে আওয়ামী লীগ। আন্দোলনের নামে কোনো প্রকার জনদুর্ভোগ সরকার মেনে নিবে না। মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রকার অবমাননা সহ্য করা হবে না। প্রশাসনের ধৈর্য্য ধরা মানে দুর্বলতা নয়। সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে।
 

পাঠকের মতামত

ওনার উষ্কানিতে আজ এতোগুলা লাশ পরেছে। ওনাকে হুকুমের আসামি করা হোক।

Shahidul
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৮:৪৮ অপরাহ্ন

৯০ দশকে জন্ম নেয়া এই বাচ্চাদেরকে আপনার মতোন বুইড়া নোয়াখাল্যা খাটাস আজ সারাদিন কি শেখালেন? দেশটা তো ওরাই চালাইবে তাই না? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চালাবে নাকি হকার/টোকাই ওরা চালাবে যাদের দিয়ে আজ সারাদিন ওদেরকে মার দিলেন? মনে রাখবেন উনি একজন আছেন, আল্লাহ্‌ আপনাদের বিচার করবে।

fahad
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৮:২৯ অপরাহ্ন

Time to leave the country but all of cannot be successful, general people pay the punishment.

Mahbub
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৮:২৭ অপরাহ্ন

Time will say....

Faruk Hossain
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৫:৫৯ অপরাহ্ন

স্বৈরাচার নিপাত যাক!!

Sarkar Munim
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৫:৪৩ অপরাহ্ন

ন্যায়বিচার নির্বাসনে থাকলে অরাজকতা সৃষ্টি হবেই! যেহেতু সকল নাগরিকদের জন্য এই দেশ, সেহেতু সকলেরই সমঅধিকার কাম্য।

মোঃ মাহফুজুর রহমান
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৪:৪৩ অপরাহ্ন

ছি ছি!!!! আর কত কত নিচে নামাবে নিজেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৪:২৪ অপরাহ্ন

হা হা হা। এমন বিনোদন দেনে ওয়ালা মন্ত্রীপ্রবর আছে বলেই এতো কস্টের মাঝেও হাসার সুযোগ পাই। এমন বিনোদন বন্ধুদের দীর্ঘ হায়াতনকামনা করি।

আনোয়ার হোছাইন
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৩:৫৭ অপরাহ্ন

ছাত্রলীগের অন্তত ৫শ নেতাকর্মী আহত, ২ জন নেতা গুলিবিদ্ধ। 'শাক দিয়ে কী মাছ ঢাকা যায়' ?

BABUL
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৩:৫৬ অপরাহ্ন

কাদের কাকা সকল কিছুতে বিএনপিকে সন্দেহ করে। আর সাধারণ মানুষ কাদের কাকাকে সন্দেহ করেন!

মকিদ এসএম
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৩:৫৪ অপরাহ্ন

Ondhotare keu ekta valo chosma kine den

Shah
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৩:৫১ অপরাহ্ন

অরাজনৈতিক ইস্যু তে আপনাদের দলের গুন্ডা বাহিনী (ছাত্রলীগ) কে কেনো সাধারন নিরীহ শিক্ষার্থীদের পেটানোর জন্য রাস্তায় নামালেন?

মাকসুদ
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৩:৩৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status