খেলা
ম্যাচ হারার পেছনে অব্যবস্থাপনাকে দুষলেন কলম্বিয়া কোচ
স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে ফাইনালে সেয়ানে সেয়ানে লড়েছে কলম্বিয়া, কিন্তু শেষ পর্যন্ত হারতে হয় তাদের। ম্যাচে হারার পেছনে কলম্বিয়া কোচ নেস্তর লরেঞ্জো দায়ী করেন কোপা আমেরিকা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তোলেন প্রশ্ন। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে হওয়া ম্যাচে টিকেট ছাড়াই দর্শকদের ঢুকে পড়ার পর বিশৃঙ্খল পরিস্থিতিই ম্যাচকে অস্বস্তিকর অবস্থার দিকে ঠেলে দিয়েছে বলেন লরেঞ্জো। কলম্বিয়া কোচ বলেন, ‘ভাবুন যে আমার খেলোয়াড়েরা কেমন ভীতিকর অবস্থার মধ্য দিয়ে ফাইনাল খেলেছে। ওরা ওদের পরিবারের যারা স্টেডিয়ামে এসেছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। ওরা কী অবস্থায় আছে তা জানার উপায় ছিল না। এটা খুবই অস্বস্তিকর অবস্থা। এই পরিস্থিতি মাথায় নিয়েই আমাদের খেলায়াড়েরা মাঠে নেমেছে।’
এর আগে কানাডা ও উরুগুয়ে কোচ প্রশ্ন তোলেন মাঠের অবস্থা নিয়ে। কিন্তু লরেঞ্জো তুলে ধরেন আরেক অব্যবস্থাপনার কথা। খেলার মাঝে কলম্বিয়ান গায়ক শাকিরার গানের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা নিয়ে বিরক্তি প্রকাশ করেন কলম্বিয়া কোচ। লরেঞ্জো বলেন, ‘আপনার যেখানে প্রতিটা মুহূর্ত হাতে ধরা। কোথায় কত মিনিট খেলতে হবে, কখন কোথায় বিরতি সব হিসেব করা। সেখানে ম্যাচের শুরুতে আমাদের সময় নষ্ট হলো। মাঝে আমাদের সময় আবারও নষ্ট করা হলো। ১৫ মিনিটের বিরতি নেওয়া হলো ২৫ মিনিট। এতে দুই দলের খেলোয়াড়দের পরফর্মেন্সে প্রভাব পড়েছে। আমরা সামলে উঠতে পারেনি।’ হার্ড রক স্টেডিয়ামের পক্ষ থেকে ম্যাচ শেষে একটি প্রেস রিলিজ দেওয়া হয়, যেখানে বলা হয় যারা অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। বিবৃতিতে স্টেডিয়াম কর্তৃপক্ষ বলে, ‘গতরাতে যারা অপরাধ করেছে, জোর করে স্টেডিয়ামে ঢুকেছে আমরা প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবো। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এ নিয়ে কাজ করছি। ভবিষ্যতে এধরণের ব্যবস্থা না হয় তা নিশ্চিত করবো।’ এর আগে সেমিফাইলে উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচেও হাতাহাতি হয়। আহত হন উরুগুয়ের খেলোয়াড়েরা।
মূল সময় থেকে ৭৫ মিনিট পর শুরু হওয়া ম্যাচ নিয়ে লরেঞ্জো আরো বলেন, ‘আমরা হেরেছি এটা সত্যি। কিন্তু খেলার পরিবেশ ভালো ছিল না। এ ধরণের পরিস্থিতিতে আপনি পুরো পরিকল্পনা কাজে লাগাতে পারবেন না। আপনার খেলোয়াড়েরা মাঠে নামার আগে ওয়ার্মআপ করবে, তারপর দীর্ঘ সময় মাঠে নামেনি ওরা। ৭৫ মিনিট পর মাঠে নামলো। তারপর আবার দীর্ঘ বিরতি। এটা খুবই হতাশাজনক।’