বাংলারজমিন
ঝিকরগাছায় চোরের ছুরিকাঘাতে নারীর মৃত্যু
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, সোমবারযশোরের ঝিকরগাছায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ফেরদৌসী খাতুন (৫০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে উপজেলার নিবাসখোলা ইউনিয়নের নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এসময় নিহতের মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। নিহত ফেরদৌসী নওয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাতনামা চোরেরা চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিল। বিষয়টি ফেরদৌসী টের পেয়ে যাওয়ায় তাকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ছুরিকাঘাত করা হয় নিহতের মেয়েকেও। পরে আহত জান্নাতি স্থানীয়দের নিয়ে ঘরে ঢুকে তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। চোরেরা আগেই পালিয়ে যায়। ঝিকরগাছা থানার ওসি বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, চুরি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা সেইসঙ্গে তার মেয়েকেও আহত করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।