বাংলারজমিন
মদনে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, সোমবারনেত্রকোনার মদন উপজেলার চন্দ্রতলা গ্রামের কৈজানি নদী থেকে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মদন থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে। তিনি পার্শ্ববর্তী কেন্দুয়া থানার ডাউকি গ্রামের আ. হামিদের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার প্রায় সন্ধ্যায় কেন্দুয়ার তাম্বুলিপাড়া এলাকার বর্নি নদীতে ট্রলার নৌকায় ৩০-৪০ জন জুয়াড়ি মিলে জুয়া খেলার আসর বসায়। হঠাৎ কেন্দুয়া থানা পুলিশ জুয়া খেলার ট্রলার নৌকাটিকে ধাওয়া দিলে অনেক জুয়াড়ি নৌকা হতে নদীতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় ট্রলারসহ ৯ জন জুয়াড়িকে আটক করে পুলিশ। বাকিরা সাঁতরে পালিয়ে যায়। এর মধে?্য আ. হালিম নামের একজন নদীতে নিখোঁজ হন। নিখোঁজ সংবাদের ভিত্তিতে পুলিশ নদীতে ফায়ার সার্ভিসের সহায়তায় হালিমের খোঁজ চালায়। দু’দিন খোঁজাখুঁজির পর নিখোঁজ হালিমের লাশ উদ্ধার করতে পারেনি কেন্দুয়া থানার পুলিশ। নদী থেকে উদ্ধারকৃত লাশটি শনাক্ত করেন তার ভাই সোহেল রানা। তিনি এ সময় সাংবাদিকদের জানান, আমাদের কোনো অভিযোগ নেই। তাই আমি মদন থানায় একটি অপমৃত?্যুর মামলা দায়ের করেছি।