ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: ভিডিও ভাইরাল

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, সোমবার
mzamin

গ্রেপ্তারকৃত দুই ইউপি সদস্য

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে এবং গরম পানি ঢেলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে বিষ্ণুপুর ইউনিয়নের বর্তমান এবং সাবেক মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, ঘটনার সঙ্গে জড়িত দুই মেম্বারকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। ঘটনাটিকে স্থানীয়রা নিন্দনীয় এবং ক্ষমার অযোগ্য অপরাধ বলে আখ্যায়িত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় গ্রাম পুলিশের সদস্য স্বামী মহরম আলীকে নিয়ে বাস করেন ওই গৃহবধূ। পরিবার নিয়ে বসবাস করা কালে সম্প্রতি গৃহবধূর ওপর নজর পড়ে বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. ইসহাক মিয়া ও সাবেক মেম্বার মো. আবুল হোসেনের। তবে স্বামী সংসারে থাকা গৃহবধূ তাদের কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায়, গৃহবধূকে দেখে নেয়ার হুমকি দেয় তারা। পরে  গত ৮ই জুলাই দুপুরে, ইসহাক মিয়া ও আবুল হোসেন গৃহবধূকে স্থানীয় হুমায়ুন মিয়ার বাড়িতে ডেকে নিয়ে আসে। এ সময় তাকে মোবাইল চুরির অপবাদ দিয়ে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে শরীরের বিভিন্ন অংশে বেত্রাঘাত করে নির্যাতন করেন। একপর্যায়ে ইসহাক মেম্বার এবং আবুল হোসেন তাকে মাটিতে ফেলে শ্লীলতাহানির পাশাপাশি শরীরে গরম পানি ঢেলে দেয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসেন জেলা পুলিশের কর্মকর্তারা। পরে অভিযান চালিয়ে বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ইসহাক মিয়া এবং একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল হোসেনকে গ্রেপ্তার করেন। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় নির্যাতনের শিকার গৃহবধূর স্বামীসহ স্থানীয়রা এনিয়ে প্রথমে মুখ খুলতে চাননি।

এলাকার দুই বাসিন্দা মো. লোকমান হোসেন ও আনিস মিয়া ঘটনাটিকে নিন্দনীয় বলে আখ্যায়িত করেন। অপর দিকে নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী মহরম আলী বলেন, স্ত্রীকে নির্যাতন করেছে, এটা বলতেও ভয় পাচ্ছি। এ নিয়ে মুখ খুললে এলাকায় থাকতে পারবো কিনা এ নিয়ে দুশ্চিন্তায় আছি। তবে ঘটনা যাই হোক আমি আমার স্ত্রীর নির্যাতনের বিচার চাই। এ ঘটনায় বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জামিল খান জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর মো. ইসহাক মিয়া এবং মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করেন পুলিশ। গ্রেপ্তারকৃত দুইজন গৃহবধূকে যৌন নির্যাতনের বিষয়টি প্রাথমিকভাবে ১৬১ ধারায় পুলিশের কাছে স্বীকার করেছেন। নির্যাতনের ঘটনায় ওই গৃহবধূ বিষ্ণুপুর ইউনিয়নের বর্তমান মেম্বার মো. ইসহাক মিয়াকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলো- বিষ্ণুপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আবুল হোসেন, স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন মিয়া ও নির্যাতনের সহযোগী হোসনে আরাকে আসামি করা হয়।

 

পাঠকের মতামত

আমার সোনার বাংলা বসবাস করা অত্যন্ত দুরূহ!

টিটু
১৫ জুলাই ২০২৪, সোমবার, ১:০৫ অপরাহ্ন

কতটা ভয় এবং বীভৎস পরিবেশে দেশে বসবাস করছি।

Md. Symun Hossain
১৫ জুলাই ২০২৪, সোমবার, ১২:২০ অপরাহ্ন

ফ্যাসিবাদের আমলে ধর্ষক লম্পট খুনিরাইতো জনপ্রতিনিধি হবে।

তরুণ
১৫ জুলাই ২০২৪, সোমবার, ১১:৫৯ পূর্বাহ্ন

নারী নির্যাতন কারিরা জামিন পেয়ে আবার চরাও হবে।

Khan.
১৫ জুলাই ২০২৪, সোমবার, ৭:১৬ পূর্বাহ্ন

এই সমস্ত লোক জনপ্রতিনিধি হয় কি করে?

Md mostafa Aman
১৫ জুলাই ২০২৪, সোমবার, ৪:২৬ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status