খেলা
বক্সার জিনাতের অভিযোগ ফেডারেশনের ব্যাখ্যা
স্পোর্টস রিপোর্টার
১৩ জুলাই ২০২৪, শনিবার
প্যারিস অলিম্পিকে অংশ নিতে না পারায় সরাসরি বাংলাদেশ বক্সিং ফেডারেশনের দিকে আঙ্গুল তুললেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। অলিম্পিক কোয়ালিফাইং রাউন্ডে খেলা হয়নি বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কুইন্সে ফক্স ফাইভ টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বক্সিং ফেডারেশন ও বাংলাদেশে অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বিরুদ্ধে অভিযোগ করেন। তবে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলছে বক্সিং ফেডারেশন। বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন, ‘জিনাতসহ চার বক্সারকেই কোয়ালিফাই রাউন্ডে খেলানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু আয়োজক থাইল্যান্ড সময় শেষ হওয়ার আগেই তাদের ওজন শ্রেণিতে চাহিদামতো বক্সার পরিপূর্ণ হয়েছে বলে নিবন্ধণ নেয়নি। ফলে খেলতে পারেনি কেউই।’
গত বছর চীনের হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস ছিল প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পাওয়ার অন্যতম মাধ্যম। কিন্তু ওই গেমসে নিজের ওজন শ্রেণিতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দেন জিনাত। মঙ্গোলিয়ার বক্সারের কাছে সরাসরি ৫-০ সেটে পরাজিত হন যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার। বরং তারচেয়ে অনেক ভালো করেন মো. সেলিম হোসেন। সেমিফাইনালে জাপানের বক্সারের সঙ্গে দুর্দান্ত খেলেও দুর্ভাগ্যজনকভাবে হেরে যান তিনি। এখানে ব্যর্থ হলেও প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনের জন্য আরও একটি মঞ্চ ছিল লাল সবুজের বক্সারদের জন্য। ২৩ মে থেকে ৩ জুন পর্যন্ত থাইল্যান্ডে ছিল অলিম্পিক কোয়ালিফিকেশন রাউন্ড টুর্নামেন্ট। চার বাংলাদেশি বক্সার সেলিম হোসেন, আবু তালহা, হোসেন আলী এবং জিনাত ফেরদৌস প্রাথমিকভাবে ইভেন্টের জন্য তালিকাভুক্ত করা হলেও শেষ পর্যন্ত কেউই সেই টুর্নামেন্টে অংশ নিতে পারেননি।
থাইল্যান্ডের বাছাই টুর্নামেন্টে অংশ নিতে নিবন্ধনের শেষ সময় ছিল ১৫ই এপ্রিল। তার আগে ৯-১১ই এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি এবং ১৪ই এপ্রিল ছিল নববর্ষের ছুটি। তারপরও চারজনের যাবতীয় ব্যয় উল্লেখ করে নিজেদের প্রস্তুতির কথা কর্তৃপক্ষকে জানিয়েছিল বক্সিং ফেডারেশন। তুহিন বলেন, ‘ওই সময় চার জনের অংশগ্রহণের জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে যাবতীয় খরচের অর্থ হাতে নিয়ে নির্ধারিত সময়ের আগেই তাদেরকে মেইল বার্তায় বলেছিলাম আমরা প্রস্তুত। কিন্তু তার আগেই তাদের কোটা পূর্ণ হয়ে গেছে বলে জানিয়ে দেয়।’ সাধারণ সম্পাদক বলেন, ‘প্যারিস অলিম্পিকের যোগ্যতা পর্বের অন্যতম প্রতিযোগিতা এশিয়ান গেমসের পারফরম্যান্স অনুযায়ী জিনাতের চেয়ে সেলিমই এগিয়েছিল প্যারিসের ওয়াইল্ডকার্ড পাওয়ার ক্ষেত্রে। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই দেয়নি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।’