বিশ্বজমিন
বিবিসি সাংবাদিকের স্ত্রী ও দুই কন্যাকে হত্যা, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ
মানবজমিন ডেস্ক
(৮ মাস আগে) ১০ জুলাই ২০২৪, বুধবার, ৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ অপরাহ্ন

বৃটেনের ওয়াটফোর্ডের বুশে এলাকায় তীরধনুক নিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে তিন নারীকে। তারা হলেন বিবিসি রেডিওর রেসিং ভাষ্যকার জন হান্টের স্ত্রী ও দুই মেয়ে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পূর্বে ঘটনাস্থল অ্যাশলিন ক্লোজে পুলিশকে ডেকে পাঠানো হয়। প্রথমে তারা জানায়, নিহতদের বয়স ২৫, ২৮ ও ৬১ বছর। পুলিশ মনে করছে এটা টার্গেটেড হামলা। এতে ব্যবহৃত হয়েছে তীরধনুক। অন্য অস্ত্রও ব্যবহার করা হতে পারে। এ ঘটনায় জোরালোভাবে পুলিশ খুঁজছে ২৬ বছর বয়সী কিলি ক্লিফোর্ডকে। হামলার জন্য তাকে সন্দেহ করা হচ্ছে। তিনি একজন প্রাইভেট সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। হত্যাকাণ্ডের পর এনফিল্ডে কিলি ক্লিফোর্ডের সন্ধানে একটি বাসায় অভিযান চালিয়েছে আর্মড পুলিশ। বুধবার সকালে রেন্ডলেশ্যাম সড়কের ওই বাড়ি ঘিরে ফেলেন পুলিশ কর্মকর্তারা। এ সময় সামনের সড়ক পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। সারাদিন ওই এলাকার ওপর দিয়ে চক্কর দিয়েছে হেলিকপ্টার। স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টায় গর্ডন হিল রেলস্টেশনের কাছে ওই বাড়ির সামনে দু’জন পুলিশ কর্মকর্তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার আগে তল্লাশি শেষ হয়। ওদিকে সাবেক সুপারিনটেন্ডেন্ট লেরয় লোগান মনে করেন, সন্দেহজনক ব্যক্তিকে কেউ সহায়তা করছে।
পাঠকের মতামত
বৃটেনেও সাংবাদিকের পরিবারের উপর আক্রমণ ও হত্যা আশ্চর্য জনক ঘটনা। কল্পনাতীত।