খেলা
দাবার টেবিল থেকেই না ফেরার দেশে জিয়া
স্পোর্টস রিপোর্টার
(৮ মাস আগে) ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে লড়ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিয়াকে। এর কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।
মৃত্যুকালে জিয়ার বয়স হয়েছিল ৪৯ বছর। ১৯৭৪ সালে জন্ম নেওয়া জিয়া ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল আর ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ২৫৭০ ফিদে রেটিংও তার।
১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। যেখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ১৬ বার।
পাঠকের মতামত
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন।