খেলা
গুরুতর অসুস্থ নাফিস, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়
স্পোর্টস রিপোর্টার
(১ বছর আগে) ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটার ও জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল স্ট্রোক করেছেন। চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে তাকে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী এ প্রসঙ্গে একটি দৈনিককে বলেন, ‘নাফিসের মাইনর স্ট্রোক হয়েছে। তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় তাকে বাংলাদেশ স্পেশেলাইজড হাসপাতালের ভর্তি করা হবে।
নাফিস বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি আছে। ওয়ানডেতে আছে দুটি ফিফটি। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১২০টি, লিস্ট ‘এ’ ১১২টি। ওয়ানডে অভিষেক ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালের নভেম্বরে।
নাফিস জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাইয়ের ছেলে এবং জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই। ২০২২ সাল থেকে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন, পরে তাকে জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার করা হয়।
পাঠকের মতামত
IN SHA ALLAH GOOD HELTH