ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

যেখানে বাবর আজমকে পেছনে ফেললেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৪, শনিবারmzamin

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত শিরোপাও জিতেছিল ইংলিশরা। বৃহস্পতিবার সেই হারের মধুর প্রতিশোধ নিলো ভারত। ইংলিশদের ৬৮ রানে হারিয়ে ফাইনালে চলে গেছে রোহিত শর্মার দল। আজ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। ম্যাচটি হবে বার্বাডোজের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে এবারের আসরে তাদের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে। বাকি ৭ ম্যাচেই জয় পেয়েছে রোহিতরা। দক্ষিণ আফ্রিকাও এখন পর্যন্ত অপরাজিত।

বিজ্ঞাপন
৮ ম্যাচের ৮টিতেই জয় প্রোটিয়াদের। বৃহস্পতিবার অধিনায়ক হিসেবে ৪৯তম জয় পেয়েছেন রোহিত। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এত বেশি ম্যাচ জয়ের রেকর্ড নেই আর কোনো অধিনায়কের। সে হিসেবে রোহিত এখন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। এর আগে এই রেকর্ডটি নিজের কাছে রেখেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অধিনায়ক হিসেবে ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড আছে তার। একই রাতে দারুণ একটি মাইলফলক ছুঁয়েছেন রোহিত। পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে ৫ হাজার রান করার রেকর্ড করেছেন তিনি। গতকাল ৫৭ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন রোহিত। এতে তিন ফরম্যাট মিলিয়ে রোহিতের রান হয়েছে ৫ হাজার ৩৩। ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। নেতৃত্বে থাকাকালীন তিন ফরম্যাটে করেছেন ১২ হাজার ৮৮৩ রান। পরের অবস্থান মহেন্দ্র সিং ধোনির। তার রান ১১ হাজার ২০৭। তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতীয় দলের জার্সিতে ৮ হাজার ৯৫ রান করেছেন তিনি। চতুর্থ স্থানে আছেন সৌরভ গাঙ্গুলি। তার ব্যাট থেকে এসেছে ৭ হাজার ৬৪৩ রান।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status