ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

আবাহনীতেও স্প্যানিয়ার্ড কোচ

স্পোর্টস রিপোর্টার
১ জুলাই ২০২৪, সোমবারmzamin

 বাংলাদেশের ফুটবলে আগমন হচ্ছে আরও এক স্প্যানিয়ার্ড কোচের। আসন্ন ফুটবল মৌসুমের জন্য নতুনভাবে প্রস্তুতি নিচ্ছে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা আবাহনী লিমিটেড। ভালো দল গড়ার পাশাপাশি আবাহনী লিমিটেড এবার নতুন কোচও নিয়ে আসছে। নতুন মৌসুমে আবাহনীর হয়ে ডাগআউটে দাঁড়াবেন ৪৬ বছর বয়সী স্প্যানিয়ার্ড কোচ মারিও রিভেরা। বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ। নতুন কোচ সম্পর্কে তিনি বলেন, ‘স্প্যানিশ কোচ রিভেরার সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত। কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, যা দ্রুতই আমরা সেরে ফেলবো। রিভেরা আবাহনীর কোচ হচ্ছেন, এটা নিশ্চিত।’
মারিও রিভেরাকে বেছে নেওয়ার কারণ হিসেবে কাজী নাবিল বলেন, ‘এ অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ভারতে কাজ করেছেন। তার জীবনবৃত্তান্ত আমাদের পছন্দ হয়েছে।

বিজ্ঞাপন
এ কারণেই তাকে চূড়ান্ত করেছি।’
রিভেরা ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলে দুই বছর কোচিং করিয়েছেন। এরপর দায়িত্ব নেন ব্রুনাই জাতীয় দলের। এবার নিতে যাচ্ছেন সাফল্যের খোঁজে মরিয়া হয়ে ওঠা ঢাকা আবাহনীর। নতুন মৌসুমের জন্য এরই মধ্যে ফুটবলারদের দলবদল শুরু হয়ে গেছে। আগামী সেপ্টেম্বরে স্বাধীনতা কাপ দিয়ে ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হওয়ার কথা।
২০১৮ সালে দেশের শীর্ষ ফুটবলে বসুন্ধরা কিংসের আগমনের পর আবাহনী আর লীগ শিরোপা জেতেনি। আর সর্বশেষ লীগে তারা রানার্সআপও হতে পারেনি। মৌসুমটা কেটেছে ব্যর্থতায়। ২০১৮-২৩ সাল পর্যন্ত আবাহনীর কোচ ছিলেন পর্তুগিজ মারিও লেমোস। গত মৌসুমে আবাহনী নিয়ে আসে আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানিকে, যিনি এর আগেও আবাহনীর দায়িত্বে ছিলেন। ক্রুসিয়ানি সফল হতে পারেননি বলেই আবারও কোচ বদল করছে আবাহনী।
বাংলাদেশের ফুটবলে এখন চলছে স্প্যানিশ কোচের প্রাধান্য। জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা স্প্যানিশ। টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনও স্প্যানিশ। অবশ্য ব্রুজোনের সঙ্গে চুক্তি প্রায় শেষ কিংসের। নতুন মৌসুমে কিংস তার চুক্তি বাড়াবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status