ঢাকা, ২৩ জুন ২০২৪, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

সাকিবের বাড়িতে দাওয়াত খেলেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক
২ জুন ২০২৪, রবিবারmzamin

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রথম দুই ম্যাচ খেলবে সেখানে। এই দেশেই থাকেন সাকিব আল হাসানের স্ত্রী ও সন্তানরা। ফলে যুক্তরাষ্ট্র এখন সাকিবের জন্য দ্বিতীয় ঘর। সেখানেই গতকাল বেড়াতে গিয়েছিল বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের সদস্যরা।  
সাকিবের দাওয়াতে নিউ ইয়র্কের বাড়িতে হাজির ছিলো পুরো টাইগার স্কোয়াড। হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেও ছিলেন এই ডিনার পার্টিতে। বিশ্বকাপের আগে মানসিকভাবে উৎফুল্ল থাকার সব চেষ্টাই করছেন লিটন-শান্তরা। পার্টিতে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের বেশ হাসিখুশিই দেখা যায় ছবিতে। 
এদিন সাকিবের গায়ে ছিল গোলাপি শার্ট। রঙবেরঙের শার্ট পরে সৌম্য সরকার হাজির হন সতীর্থদের নিয়ে।

বিজ্ঞাপন
মাহমুদউল্লাহ রিয়াদের গায়ে ছিল হলুদ হুডি। হাথুরুসিংহে সাদা শার্ট সাদা প্যান্টে ছিলেন ড্যাশিং লুকে। এক রঙা টিশার্টে ড্যাশিং লুকে ছিলেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানও।

সাকিব এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। এখন পর্যন্ত রোহিত শর্মা ও সাকিবই বিশ্বকাপের সবগুলো আসরে খেলেছেন। ধারণা করা হচ্ছিল এটাই সাকিবের শেষ বিশ্বকাপ। তবে সাকিব নিজে আরও একটি আসর খেলতে চান। বিসিবির ফেসবুকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দু’জন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করবো আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যেকোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরপর তাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাতিল হয় শেষ ম্যাচের জয়ে সন্তুষ্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সিরিজটি ভালোভাবে শেষ করেছি। এটা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে, আত্মবিশ্বাস দেবে। আমরা এখন জানি কন্ডিশন কেমন হতে পারে এবং আশা করছি সামনে ভালো করতে পারব।’

পাঠকের মতামত

What were on the menu?

SaZaChow
১১ জুন ২০২৪, মঙ্গলবার, ১০:০৩ পূর্বাহ্ন

দেশ থেকে কত দুরে, এই পরবাসে দেশের মানুষ দেখলেই মনে হয় পরম আত্বীয়। সেই খানে স্বামীর দল সাথীদের এই আয়োজন এক অপূর্ব সুযোগ।ধন্যবাদ সাকিব দম্পতি। আর এই দেশে মানুষদের অতিথী আপ্পায়ন সাকিব সহধর্মিনীর নতুন কিছু নয় তিনি এই আয়োজন বড় হয়েছেন আমেরিকার মিডওয়েস্টে।ধন্যবাদ সবাইকে । এখানে কে কি খেলো বা কি পরলো সেটা কোন অতিপ্রয়োজনীয় নয়। এই সৃত্বি সারাজীবনের জন্য এদের মনে থাকবে।শ বাংলাদেশ এগিয় যাও।

Moinul Noor
১০ জুন ২০২৪, সোমবার, ৫:৫৬ অপরাহ্ন

LITON DAS AND SUMAYA EAT BEEF BBQ!

IH87
৩ জুন ২০২৪, সোমবার, ১:৫৭ অপরাহ্ন

শুভ কামনা রহিল।

Md Nurul Amin
৩ জুন ২০২৪, সোমবার, ৯:১১ পূর্বাহ্ন

যেন বিশ্বকাপ জিতে এখন উৎসবের আমেজে আছে। স্বউপার্জিত অর্থে বাড়ি হলেও নিজ দেশে এতো আনন্দ কোথায়?

মোহাম্মদ হারুন আল রশ
২ জুন ২০২৪, রবিবার, ১:৩১ অপরাহ্ন

এবং প্রচুর রানে হারলেন।অশুভদের ধারে কাছেও যাওয়া উচিৎ নয়।

তৌফিকুর রেজা
২ জুন ২০২৪, রবিবার, ১১:১৯ পূর্বাহ্ন

Punishment Hawa Uchit

mahiuddin
২ জুন ২০২৪, রবিবার, ১০:৪৮ পূর্বাহ্ন

জনগনের টাকায় পিকনিক করতে গেছে, বিশ্বকাপ খেলতে গেছে কিন্তু এদের মধ্যে কোন চিন্ত নাই আছে এরা চিল মুডে।

মোঃ নাফিউল আলম
২ জুন ২০২৪, রবিবার, ৮:১৮ পূর্বাহ্ন

হারু টিম !

Alo
২ জুন ২০২৪, রবিবার, ১:৩১ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status