ঢাকা, ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

ফ্রান্সের সঙ্গে হারের পর ডি ব্রুইনা

এখনই অবসরের সিদ্ধান্ত না

স্পোর্টস ডেস্ক
৩ জুলাই ২০২৪, বুধবারmzamin

খেলা গড়াতে পারতো টাইব্রেকারে। ঘনিয়ে আসছিল বাঁশি বাজানোর মুহূর্ত। কিন্তু ৮৫তম মিনিটে ইয়ান ভার্টোনেনের আত্মঘাতী গোলে স্বপ্ন ভঙ্গ হলো বেলজিয়ামের। ডুসেলডর্ফে ফ্রান্সের জয়ে বিদায় ঘণ্টা বেজে গেল কেভিন ডি ব্রুইনাদের। গতকাল হারের পর সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন বেলজিয়াম অধিনায়ক। কিন্তু এখনই অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন বেলজিয়াম মিডফিল্ডার। 
২০১৮ সালে বিশ্বকাপের সেমিতে হেরে তৃতীয় হয়েছিল বেলজিয়াম, এরপর আর কোনো টুর্নামেন্টে কোয়াার্টার ফাইনাল অবধিও যেতে পারেনি দলটি। ৩৩ বছর বয়সী ডি ব্রুইনার জাতীয় দলের সঙ্গে শেষও দেখে ফেলেছে বেলজিয়ামের কিছু সংবাদপত্র। প্রেস ব্রিফিংয়ে আসা ডি ব্রুইনাকে ‘অবসর কবে’ এই প্রশ্নে বিব্রত হতে হয়েছে বারবার। জবাবে ডি ব্রুইনা বলেছেন, ‘এখন যদি উত্তর দিই খুব দ্রুত সিদ্ধান্ত হয়ে যাবে। আমি বরং এই হার নিয়ে ভাবার জন্য সময় নিই।

বিজ্ঞাপন
আমার শরীর ক্লান্ত, আগে বিশ্রাম নিতে চাই।’
২০১০ সালে বেলজিয়ামের জাতীয় দলে অভিষেক হওয়া ব্রুইনা খেলে ফেলেছেন ১০০ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ দলে কোচ ডমিনিকো তেদেস্কোর মূল পরিকল্পনায়ও আছেন ব্রুইনা। তেদেস্কোকেও মুখোমুখি হতে হয় একই প্রশ্নের, ব্রুইনা কবে অবসর নিচ্ছেন। জবাবে তেদেস্কো বলেন, ‘ব্রুইনা সম্পর্কে এমন প্রশ্ন করা উচিত না। সে জানে একটি জয় কতো গুরুত্বপূর্ণ। ম্যাচে এমন দুর্ভাগ্যজনক হারের পর এমন প্রশ্ন তার জন্য কঠিন।’ বেলজিয়াম পুরো ম্যাচ জুড়ে বারবার আক্রমণ করেও জয় নিয়ে না আসতে পারায় হতাশ হয়েছেন ব্রুইনা নিজেও। রোমেলু লুকাকো ও ডি ব্রুইনা বারবার আক্রমণ করেছেন ফরাসিদের রক্ষণবুহ্যে। কিন্তু কাক্সিক্ষত গোল তো পায়ইনি উল্টো দলকে রক্ষা করতে গিয়ে নিজ জালে গোল দিয়ে বসেন ইয়ান ভার্টোনেন। 
ম্যাচে শক্তিশালী দলের বিপক্ষে তাদের নামতে হয়েছে উল্লেখ করে ডি ব্রুইনা বলেন, ‘আমরা কাদের সঙ্গে খেলতে নেমেছি আগেই মাথায় ছিল। তাই শুরু থেকে রক্ষণাত্মক খেলেছি। তাদের শেষ মুহূর্ত পর্যন্ত ঠেকিয়ে রাখতে পেরেছিলাম। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে দিনটি আমাদের ছিল না। আমরা টিম হিসেবে নিজেদের সেরাটাই দিতে চেষ্টা করেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা এই ম্যাচে ফেবারিট ছিলাম না।’ 
ফরাসি কোচ দিদিয়ের দেশম অবশ্য জয়ের চেয়ে এই ম্যাচের সৌন্দর্য বেশি উপভোগ করেছেন বলে জানান। দেশম বলেন, ‘এটি অবিশ্বাস্য সুন্দর একটা ম্যাচ। এমনকি এই একটি গোলই আমাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট হলেও আমরা আরও বেশি গোল করতে পারি। সে সামর্থ্য আমাদের আছে। আমরা পুরো ম্যাচে অপেক্ষা করেছি গোলের জন্য, কিন্তু ওদের ফাঁদে পা দেইনি। এটাই আমাদের জয় এনে দিয়েছে।’  কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status