ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

সূর্যকুমারের ক্যাচ নিয়ে প্রশ্ন

আইসিসি’র নিয়ম কী বলছে

স্পোর্টস ডেস্ক
১ জুলাই ২০২৪, সোমবারmzamin

শিরোপার খুব কাছ থেকে ফিরে গেল প্রথমবার ফাইনালে যাওয়া দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞতা, ভাগ্য, পিচ সবকিছু যেন সহায়ক ছিল ভারতের জন্য। যে কারণে জিততে জিততে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ম্যাচে একটা ক্যাচ নিয়ে উঠেছে প্রশ্ন। ওই ক্যাচ নিয়ে আলোচনায় এসেছে আইসিসির নিয়মও। ৬ বলে লাগে ১৬ রান, লংঅফে হার্দিক পান্ডিয়ার ফুলটস বল উড়িয়ে মারলেন ডেভিড মিলার। কিন্তু সেটা সীমানার কাছ থেকে তালুবন্দি করলেন সূর্যকুমার যাদব। এই ক্যাচ নিয়ে বিশ্বকাপটাই যেন হাতে নিয়ে নিলেন যাদব। টিভি রিভিউ দেখে আউট দেন রিচার্ড কেটলবরো। 

ওই সময় মিলার আউট না হলে, সেটি ছয় বলে গণ্য হতো। ফলে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত।

বিজ্ঞাপন
তাই ম্যাচের ফল নির্ধারণকারী মুহূর্ত নিয়ে কেন আম্পায়ার বাড়তি সময় নিলেন না, তা নিয়েই অনেকে প্রশ্ন তুলছেন। এ ছাড়া রিপ্লেতে সীমানা দড়িটিও কিছুটা সরে গেছে বলে দেখা যায়, কারণ ঘাসের ওপর বাউন্ডারি লাইনে সাদা দাগ স্পষ্ট। সেই দাগের ওপরই পা ছিল সূর্যকুমারের, যা সেই বিতর্ক আরও উসকে দিচ্ছে।

আইসিসির আইনে কী বলা আছে?
ক্রিকেটীয় আইনে সীমানা দড়ি সরে যাওয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেই আইন তুলে ধরেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট উইজডেন। তারা বলছে, আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ১৯.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত (সরে যায়) হয়, তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে।’
১৯.৩.২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত (সরে যায়) হয়, তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেড হওয়ামাত্রই এ কাজ করতে হবে।’ এছাড়া সম্পূরক আইনে আরো বলা আছে, ‘সীমানা চিহ্নিত করার সাদা লাইনই আসল বাউন্ডারি হিসেবে চিহ্নিত হবে।’ 

ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলো, আরেকটু সময় নিয়ে রিপ্লে দেখতে পারতেন কি না তৃতীয় আম্পায়ার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বলেন, “সত্যি বলতে, আমি এটা এখনও দেখিনি। দেখতে পারিনি। হ্যাঁ, রিপ্লে একটু দ্রুতই হয়েছে। অবশ্যই তারা বেশ নিশ্চিতই ছিল যে এটা আউট এবং এই কারণেই রিপ্লে দ্রুত দেখেছে।”

 

পাঠকের মতামত

ফাটছে শুধু বাংলাদেশের । বিশ্বে কারো কোন মাথা ব্যাথা নেই । আফ্রিকা ও কিছু বলছে না সমস্যা হচ্ছে শুধু বাংলাদেশের ।

Paritosh Biswas
২ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৬:৪৭ পূর্বাহ্ন

ইন্ডিয়া মানেই আই,সি সি,,,,, আর আই সি সি মানেই ইন্ডিয়া

Md Syed
১ জুলাই ২০২৪, সোমবার, ৩:৫২ অপরাহ্ন

আইসিসিতে যারা বসে আছে আছে সব হলো ইন্ডিয়ার দালাদ ও ক্রীতদাস। কারন স্পস্টত দেখা গেছে সাদা লাইনের বাইরে গিয়ে সুযকুমার বল ধরেছে সেটা ৬ বলে গণিত হবে সেটা না করে আউট দিয়ে দিলো। মিলার অনেকক্ষন দাড়িয়ে থেকেও এই ইন্ডিয়ার দালাদের হাত থেকে বাচতে পারেনি। ধিক্কার জানাই ICC ও ইন্ডিয়াকে। ওরা সব চোরের জাত।

সুজা
১ জুলাই ২০২৪, সোমবার, ১১:১০ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status