ঢাকা, ২৩ জুন ২০২৪, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

কাতারে বাংলাদেশের বিভীষিকাময় রাত

স্পোর্টস রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ১২ জুন ২০২৪, বুধবার, ১২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

২০২২ কাতার বিশ্বকাপের অন্যতম ভেন্যু ছিল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম। বিশ্বকাপের ভেন্যুতে বাংলাদেশের ফুটবলারদের দুঃসহ অভিজ্ঞতা হয়েছে। লেবাননের বিপক্ষে ০-৪ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের যাত্রা শেষ করেছে বাংলাদেশ। ৬ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে। এই গ্রুপের চ্যাম্পিয়ন টানা পাঁচ বার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া।

ম্যাচের দুই অর্ধে দু’টি করে গোল হজম করে বাংলাদেশ। গোল করার সেই রকম সুযোগও করতে পারেনি। অথচ এই বাংলাদেশই নভেম্বরে হোম ম্যাচে লেবাননকে প্রায় হারিয়েই দিচ্ছিল। শেখ মোরসালিনের গোলে সেই ম্যাচে লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আজ অ্যাওয়ে ম্যাচে সেই বাংলাদেশ যেন উধাও। ভুল পাস, রক্ষণে ভুল মার্কিংয়ে ভরপুর ছিল ম্যাচ।

বিজ্ঞাপন
এরপরও কাতারে বাংলাদেশি প্রবাসীরা পুরো সময়ই স্টেডিয়ামে জামালদের সমর্থন দিয়েছেন। 

অধিনায়ক জামাল ভূঁইয়া আজ একাদশে খেললেও দ্বিতীয়ার্ধে যথারীতি উঠে গেছেন। চার গোলে হারা ম্যাচে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী ফুটবলার কাজেম শাহ’র। তিনি সাবেক ক্রিকেটার হালিম শাহ’র ছেলে। শেখ মোরসালিনের জায়গায় নেমে কয়েকটি আক্রমণ রচনার চেষ্টা করেছেন এই মিডফিল্ডার। 

পাঠকের মতামত

বাছাইতেই গোলমাল ! যোগ্যতার মুল্য, না দিয়ে, অন্য কিছুর মুল্য দেয়া হয় !!

আলী আকবর
১২ জুন ২০২৪, বুধবার, ১০:৫৩ পূর্বাহ্ন

অনেক টাকা খরচ করে অনেক বছর ধরে বাংলাদেশ ফুটবল ও ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন টুর্নামেন্টে বহুবার অংশ গ্রহণ করে আসছে কিন্তু প্রাপ্তির খাতা একেবারে শূন্য কারণ অনেক বছর থেকে দলীয় বিবেচনায় ঐ দুই প্রতিস্টানে নিলজ্জর মতো জেঁকে বসে থাকা দূর্নীতিবাজ দুই সভাপতি কে সরিয়ে দিয়ে নিরেপক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সভাপতি ও অন্যান কেটাগরিতে কমকর্তা নিয়োগ হয়ে আসিলে তখনই কেবল দলগত ঐ দুই ইভেন্টে ভালো ফল করার আশা করা যাবে।

Shahid Uddin
১২ জুন ২০২৪, বুধবার, ৯:১৭ পূর্বাহ্ন

খেলাধুলা আর অভিনেত্রীরাই বাংলাদেশ এমন মানসিকতা থেকে বের হয়ে এসে গণতন্ত্রহীন এদেশের মানুষের কল্যাণের সাথে জড়িত ব্যাপারে বড় হেডলাইন করেন।

Nimo
১২ জুন ২০২৪, বুধবার, ৯:০২ পূর্বাহ্ন

বাংলাদেশের ফুটবলাররা পা বাঁচিয়ে ফুটবল খেলে।

Ahmad Zafar
১২ জুন ২০২৪, বুধবার, ৬:০৩ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status