ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

ডেনমার্ককে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জার্মানি

স্পোর্টস ডেস্ক
১ জুলাই ২০২৪, সোমবার

ডেনমার্ককে হারিয়ে বাড়ির টিকিট ধরিয়ে দিয়েছে জার্মানি। নিজেরা ধরেছে কোয়ার্টার ফাইনালের ট্রেন। গতকাল ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে শেষ ষোলোর ম্যাচে ডেনিশদের ২-০ গোলে হারায় জার্মানরা । স্বাগতিকদের হয়ে গোল করেন কাই হাভার্টজ ও জামাল মুসিয়ালা।
প্রথমার্ধ ছিল গোলশূন্য । ম্যাচের ৪৮তম মিনিটে অফসাইডের কারণে গোল বঞ্চিত হয় ডেনিশরা। ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিক থেকে জার্মান রক্ষণে জটলার মধ্যে বল পান ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসেন। বাঁ পায়ের শটে বল জালে পাঠালেও ভিএআর এর মাধ্যমে দেখা গেছে  ডেনিশ ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস ডেলানি অফসাইড ছিলেন। তিন মিনিট পর সেই অ্যান্ডারসেনই খলনায়ক! বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন। পেনাল্টি থেকে ৫৩তম মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন হাভার্টজ। ৬ মিনিট পর দারুণ একক প্রচেষ্টায় বল নিয়ে ডেনিশ রক্ষণে ঢুকে পড়লেও পোস্টের বাইরে মেরে সুযোগ নষ্ট করেন হাভার্টজ।

বিজ্ঞাপন
তবে দ্বিতীয় গোল তুলে নিতে জার্মানি বেশি দেরি করেনি। ৬৮ মিনিটে শোলটারবেকের লম্বা পাস ধরে ডেনিশ রক্ষণ ভেঙে গোল করেন জার্মান তারকা মুসিয়ালা। চলতি ইউরোয় এটি তাঁর তৃতীয় গোল।
জার্মানি জয়ের ব্যবধান আরও বাড়াতে পারত। লেরয় সানে এবং হাভার্টজ দ্বিতীয়ার্ধের গোলের সুযোগ নষ্ট করেন। পোস্টের বাইরে বল মারেন দুজনেই। বদলি নামা অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান রিৎজ ৯১ মিনিটে বল জালে পাঠালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচে বৃষ্টি ও বজ্রপাতের কারণে ৩৬তম মিনিটে খেলা বন্ধ করতে বাধ্য হন রেফারি মাইকেল অলিভার। খেলোয়াড়েরা মাঠ ছেড়ে টানেল দিয়ে ড্রেসিংরুমের ফিরে যান। আবহাওয়া একটু ভালো হলে প্রায় ২০ মিনিট পর খেলা পুনরায় শুরু হয়।
৩৭তম মিনিটে কাই হাভার্টজের বুলেট গতির হেড সেভ করে নিশ্চিত গোল বাঁচান স্মাইকেল। শরীর সোজা আসা বুলেট গতির হেড দারুণ রিফ্লেক্সে ঠেকান। প্রথমার্ধের শেষ মিনিটে জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যারের দৃঢ়তায় নিশ্চিত গোল পায়নি ডেনমার্ক। টমাস ডেলানির পাস থেকে নয়্যারকে একা পেয়েও গোল করতে পারেননি ডেনিশ ফরোয়ার্ড রাসমুস হয়লুন্দ।
প্রথমার্ধে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে ডেনমার্কের রক্ষণে ৩৪টি আক্রমণ করেছে জার্মানি। শট নিয়েছে ৮টি। ডেনমার্ক ১৭টি আক্রমণ থেকে শট নিয়েছে ৭টি। এই জয়ের ফলে শেষ আটে চলে গেল জার্মানি। কোয়ার্টার ফাইনালে স্পেন-জর্জিয়া ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে জার্মানরা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status