ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

কোপা দিয়ে বিশ্বকাপের কাঁটা সরাতে চান মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
১ জুলাই ২০২৪, সোমবারmzamin

৩ ম্যাচ ৪ গোল, লাওতারো মার্টিনেজ যেন উড়ছেন। আর তার ডানায় মেলে আর্জেন্টিনাও উড়ছে। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়া দলটি গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দাপট দেখিয়ে জয় পেয়েছে পেরুর বিপক্ষে। মেসিহীন ম্যাচে জোড়া গোল করেন লাওতারো মার্টিনেজ। কাতারে বিশ্বকাপটা ভালো কাটেনি তার, এবার কোপা আমেরিকায় সেটা পুষিয়ে নিতে প্রস্তুত তিনি। গতকাল কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনাই। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় চিলি। তাদের সঙ্গে ড্র দিয়ে আসর শুরু করা পেরুর প্রাপ্তি ওই এক পয়েন্ট। বিদায় নিয়েছে দুই দলই।

বিজ্ঞাপন
আগের দুই ম্যাচে বিরতির পর দল দেরিতে মাঠে ফেরায় নিষেধাজ্ঞার শাস্তি পাওয়া কোচ লিওনেল স্কালোনির অনুপস্থিতিতে এদিন ডাগআউটে দাঁড়ান সহকারী কোচ ওয়াল্টার সামুয়েল। চিলির বিপক্ষে ম্যাচে চোট পাওয়া লিওনেল মেসিসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে দেওয়া হয় বিশ্রাম। দীর্ঘ দিনের সতীর্থের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন আনহেল ডি মারিয়া। ইতালিতে ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানো লাউতারো মার্টিনেজ ফর্ম টেনে এনেছেন কোপা আমেরিকাতেও। গ্রুপ পর্বে টানা ৩ ম্যাচেই গোল করলেন তিনি। প্রথম ম্যা চে বদলি নেমে ৮৮তম মিনিটে জালের দেখা পান মার্টিনেজ। কানাডাকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে আর্জেন্টিনা। পরের ম্যা চেও সেই একই সময়ে ২৬ বছর বয়সী স্ট্রাইকারের গোলে চিলিকে ১-০ ব্যববধানে হারায় শিরোপাধারীরা।
আগেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় পেরুর বিপক্ষে হুলিয়ান আলভারেসের জায়গায় শুরুর একাদশে সুযোগ পান এই স্ট্রাইকার। এই ম্যা চে ২-০ ব্যয়বধানের জয়ে দুটি গোলই করেন তিনি।
গত কাতার বিশ্বকাপে গোল খরায় ভোগা মার্টিনিজে বেশিরভাগ ম্যাচেই নামেন বদলি হয়ে। প্রথম ম্যা চে সৌদি আরবের বিপক্ষে হারের পর জায়গা হারান শুরুর একাদশে। বদলি হিসেবে নিয়মিতই খেলেন কিন্তু প্রভাব রাখতে পারেন সামান্যধ। বরং বড় সুযোগ নষ্ট করায় বেশ সমালোচনার মুখেই পড়েন তিনি।সেই যন্ত্রনা এখনও ভোলেননি তিনি। এবার সেটাই উপশম করতে চান লাওতারো। এদিন ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে মার্টিনেজ বলেন, ‘আমি মনে করি, বিশ্বকাপের কাঁটা সরাতে আমি তৈরি। কোপা আমেরিকার জন্য  ভালোভাবে প্রস্তুত হওয়া আমার জন্যা গুরুত্বপূর্ণ ছিল। যা আমি করেছি আর তা আমি দেখাচ্ছিও। আমি ভালো আছি। চিলির বিপক্ষে ম্যাচ শেষে যেমন বলেছিলাম, ক্লাবের হয়ে আমার দারুণ একটা মৌসুম কেটেছে। আমি ভালো অনুভব করছি।’
গোল খরায় একটু ভুগছিলেন জাতীয় দলে। এই ভোগান্তিও দূর হয়ে গেছে। শেষ ৪ ম্যাচে দেশের হয়ে ৬ গোল করলেন লাওতারো মার্টিনেজ। এ প্রসঙ্গে মার্টিনেজ বলেন, ‘গ্রুপ পর্যায়ে তিন ম্যাচে গোল করতে পারলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার দলকে সাহায্য করতে পারলাম তাই আমি খুশি।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status