ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

‘শিক্ষককে শেখাতে এসো না’, রোহিতকে ইনজামাম

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৪, শনিবারmzamin

বল টেম্পারিং ইস্যুতে আবারো মুখ খুললেন ইনজামাম উল হক। এবার রোহিত শর্মাকে উদ্দেশ্য করে বললেন, ‘শিক্ষককে শেখাতে এসো না।’ এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আর্শদীপ সিংয়ের বল সুইং করা নিয়ে মন্তব্য করেছিলেন ইনজামাম। জবাবে রোহিত শর্মা ইনজামামের সমালোচনা করেন। এবার রোহিতকে পাল্টা আক্রমণ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। 
পাকিস্তানি চ্যানেল টুয়েন্টিফোর নিউজকে ইনজামাম উল হক বলেন, ‘আমি তো বলিনি যে আর্শদীপ টেম্পারিং করেছে। আমি আম্পায়ারকে চোখ কান খোলা রাখতে বলেছি। রোহিতের উচিৎ শিক্ষককে না শেখাতে আসা।’
এর আগে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের আগে প্রেস ব্রিফিংয়ে বল টেম্পারিং নিয়ে রোহিত শর্মা বলেছিলেন, ‘এ বিষয়ে এখন আমি কী বলবো? আপনি এত প্রখর রোদে খেলছেন, উইকেট শুকনো, বল আপনা আপনি উল্টে যায়। এটা সব দলের জন্যই ঘটছে, শুধু আমাদের নয়। সব দলই রিভার্স সুইং করছে। কখনও কখনও মাথা খাটানো  গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আপনাকে বুঝতে হবে আমরা কোথায় খেলছি।

বিজ্ঞাপন
আমরা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় খেলছি না।’

 

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status