ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

ভোট বাড়াতে নির্বাচনের তিন মাস আগে বাফুফের এজিএম

স্পোর্টস রিপোর্টার
২৯ জুন ২০২৪, শনিবারmzamin

আগামী ৩রা অক্টোবর বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হবে। কিন্তু মাস তিনেক আগেই আজ প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভা আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে ফুটবলের স্বার্থে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ এজেন্ডা নেই। এই বার্ষিক সাধারণ সভার মূল লক্ষ্য নারী ফুটবল লীগে অংশগ্রহণকারী শীর্ষ ৪ দলকে কাউন্সিলরশিপ প্রদান।
বাফুফের নির্বাহী কমিটির সভায় আগেই নারী লীগ থেকে চারটি দলকে ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এমন সিদ্ধান্ত নিয়ে অনেকেই নাখোশ। তবে নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বেশ আশাবাদী। তিনি বলেন, ‘নির্বাহী কমিটির সভায় আগেই চারটি কাউন্সিলরশিপ পাওয়ার কথা পাস হয়ে আছে। এখন এজিএমে কী হয় তা দেখতে হবে। আমি তো আশাবাদী যারা খেলেছে, তাদের মধ্যে থেকে চারটি দল পাবে।’ বার্ষিক সাধারণ সভায় উপস্থিতদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত হবে। অধিকাংশ কাউন্সিলরশিপের পক্ষে মত দিলে আসন্ন নির্বাচনে ভোটাধিকার পাবে নারী লীগের ক্লাবগুলো।

বিজ্ঞাপন
মানহীন লীগের চার ক্লাবকে কাউন্সিলরশিপ প্রদানের ব্যাপারে বাফুফের নির্বাহী সভায় তুমুল হট্টগোল হয়েছে। দীর্ঘদিন থেকে পাইওনিয়ার খেলে আসা ক্লাবগুলোর কোনো ভোটাধিকার নেই। এমনকি তৃতীয়-দ্বিতীয় বিভাগের সব ক্লাবও ভোটাধিকার পায় না। সেখানে বছরে মাত্র পাঁচ-ছয়টি ম্যাচ খেলে নারী লীগের চার ক্লাবের ভোটের অধিকার পাওয়া বৈষম্যমূলক। এ নিয়ে নির্বাহী কমিটির মতো সাধারণ কাউন্সিলরদের মধ্যেও রয়েছে বিরূপ প্রতিক্রিয়া। ফুটবল ফেডারেশনের প্রধান কাজ ফুটবলারদের স্বার্থ রক্ষা করা।  সেখানে চার মাসের বেতন বকেয়া নারী ফুটবল দলের। পুরুষ ফুটবলারদের ৬০ লাখ টাকা বোনাসের প্রতিশ্রুতিও ফেডারেশন পূরণ করতে পারেনি। অথচ অর্ধ কোটি  টাকা ব্যয়ে এজিএম আয়োজন করছে এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলের সভাতে ২০২২-২০২৩ বছরের আয়-ব্যয়ের হিসাবের অনুমোদন নেওয়া হবে। এছাড়া ২০২৪ বছরের বাজেটও দেওয়া হবে। ২০২৪-২০২৫ বছরের জন্য নিয়োগ দেওয়া হবে অডিটরও।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status