ঢাকা, ২৯ জুন ২০২৪, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২২ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

আবাসিক আইন লঙ্ঘনকারীদের বের করে দেবে আরব আমিরাত

মানবজমিন ডেস্ক

(৩ দিন আগে) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ৭:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৪ পূর্বাহ্ন

mzamin

সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি বা আবাসিক নিয়ম আধুনিকায়ন করা হয়েছে। এর অধীনে যারা নিয়ম লঙ্ঘন করবেন তাদেরকে দেশটি থেকে বের করে দেয়া হবে। ৬টি সুনির্দিষ্ট ক্ষেত্রে এই ব্যবস্থা নেয়া হবে। এ খবর দিয়ে অনলাইন গালফ নিউজ বলছে, এই ৬টি খাতের মধ্যে ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটির নির্দেশ কার্যকর হবে। যদি কোনো ব্যক্তির রেসিডেন্সি পারমিট (আরপি) থাকেও তবু  তাকে প্রশাসনিকভাবে প্রত্যাবর্তন করাতে পারবে। এ বিষয়ে যে রেজ্যুলুশন নেয়া হয়েছে তাতে পরিষ্কার করে বলা হয়েছে, যদি কোনো বিদেশি বেআইনিভাবে জাহাজে করে আমিরাতে প্রবেশের চেষ্টার জন্য ধরা পড়েন তাহলে তাকে বা তাদেরকে আইনগতভাবে বের করে দেয়া সম্ভব। এমন আরও বিষয় রাখা হয়েছে তাতে। যদি ওই ব্যক্তির কাছে কোনো এন্ট্রি ভিসা বা আবাসিক অনুমোদন (আরপি) না থাকে, অথবা এই দুই ক্ষেত্রেই যদি মেয়াদ শেষ হয়ে থাকে, যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা নবায়নের উদ্যোগ না নিয়ে থাকেন অথবা যদি এন্ট্রি ভিসা বা আরপি বাতিল হয়ে থাকে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি আমিরাত ত্যাগের উদ্যোগ গ্রহণ করে না থাকেন- তাহলে এসব ব্যক্তিকে সংযুক্ত আরব আমিরাত থেকে বের করে দেয়া হবে।

 নির্বাহী রেজ্যুলুশনে বলা হয়েছে, দুই রকমভাবে ডিপোর্টেশন বা দেশ থেকে বের করে দেয়া হবে। এক হলো- বিচারিক ব্যবস্থায় এবং দুই হলো- প্রশাসনিক ব্যবস্থায়। যদি বিচার বিভাগ থেকে কোনো বিদেশির বিরুদ্ধে দেশ থেকে বের করে দেয়ার রায় আসে, তাহলে তাকে বের করে দেয়া হবে।

বিজ্ঞাপন
আবার যদি কোনো ব্যক্তির দৃশ্যত জীবিকা নির্বাহের কোনো উপায় নেই এবং যদি নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ মনে করে যে- জনস্বার্থে, জননিরাপত্তা এবং নৈতিকতার কারণে তাকে বের করে দেয়া প্রয়োজন- তাহলে আবাসিক অনুমোদন (আরপি) থাকা সত্ত্বেও একজন বিদেশিকে প্রশাসনিকভাবে সংযুক্ত আরব আমিরাত বের করে দিতে পারবে। রেজ্যুলুশনে বলা হয়েছে, যদি কোনো পরিবারের সদস্য বা সদস্যদের আইন লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত পাওয়া যায় তাদের ক্ষেত্রেও একই নিয়ম হবে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেনারেল কমান্ড অব দ্য পুলিশের সহযোগিতায় সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ থেকে বের করে দিতে পারবে। এক্ষেত্রে যে বিদেশিকে বের করে দেয়া হবে খরচ বহন করতে হবে তাকে অথবা তার গ্যারান্টার বা নিয়োগকারীকে। আবার যদি কোনো বিদেশির বিরুদ্ধে রায় হয়ে যায় এবং দেখা যায় সংযুক্ত আরব আমিরাতে তার ‘ইন্টারেস্ট’ আছে এবং তা তরলীকরণ করতে হবে, সেক্ষেত্রে তরলীকরণ করার জন্য একটি নির্দিষ্ট সময় তাকে দেয়া হতে পারে। তবে এ বিষয়ে তাকে গ্রহণযোগ্য গ্যারান্টি দিতে হবে, যেমন এ সময় তিন মাসের বেশি হবে না।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ফেনীতে/ পঞ্চাশোর্ধ নারী ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন ২৫ বছরের যুবককে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status