ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

বসবাসযোগ্যতায় দুই ধাপ পিছিয়েছে ঢাকা, শীর্ষে ভিয়েনা

মানবজমিন ডেস্ক

(৩ দিন আগে) ২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৭:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৭ অপরাহ্ন

mzamin

বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় দুই ধাপ অবনতি হয়েছে রাজধানী ঢাকার। ১৭৩টি দেশের ওপর এ বিষয়ে জরিপ চালিয়েছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এরপর ‘দ্য গ্লোবাল লিভ্যাবলিটি ইনডেক্স ২০২৪’ শীর্ষক রিপোর্ট প্রকাশ করেছে তারা। তাতে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। আগের বছর এই অবস্থান ছিল ১৬৬-তে। এই জরিপে টানা তৃতীয়বারের মতো শীর্ষে অবস্থান করছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শীর্ষ দশের বাকি ৯টি শহর হলো যথাক্রমে ডেনমার্কের কোপেনহেগেন, সুইজারল্যান্ডের জুরিখ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, কানাডার ক্যালগারি, সুইজারল্যান্ডের জেনেভা, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার ভ্যানকোভার, জাপানের ওসাকা ও নিউজিল্যান্ডের অকল্যান্ড। শেষের দিকে এই তালিকায় ঢাকার পরে আছে মাত্র ৫টি শহর। তা হলো পাকিস্তানের করাচি, নাইজেরিয়ার লাওস, আলজেরিয়ার আলজেরিয়া, লিবিয়ার ত্রিপোলি ও সিরিয়ার দামেস্ক। ৫টি নির্ণায়কের ওপর ভিত্তি করে এই সূচক করা হয়েছে।

বিজ্ঞাপন
তা হলো- স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো। দীর্ঘ সময় ধরেই বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে ঢাকা। এখানকার বায়ুদূষণ, পরিবেশ দূষণ মাঝে মাঝেই বিশ্বে সর্বোচ্চ পর্যায়ে থাকে। যানজটের ফলে কর্মঘন্টা নষ্ট হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট ওই সূচক প্রকাশ করেছে। সূচক অনুযায়ী সবচেয়ে বসবাসযোগ্য অঞ্চল হচ্ছে পশ্চিম ইউরোপ। নির্ণায়কের মধ্যে চারটি সূচকে শীর্ষে আছে এ অঞ্চল। তারা বসবাসের জন্য সবচেয়ে ভাল পারফরমেন্স করছে। দ্বিতীয় অবস্থানে থাকা উত্তর আমেরিকা শিক্ষায় সবচেয়ে ভাল পারফরমেন্স করেছে। পশ্চিম ইউরোপের ৩০টি শহর এ বছর সূচকে ১০০-এর মধ্যে চমৎকারভাবে গড়ে ৯২ নম্বর স্কোর করেছে। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ফেনীতে/ পঞ্চাশোর্ধ নারী ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন ২৫ বছরের যুবককে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status