ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন: সামান্য ব্যবধানে এগিয়ে আছেন সাঈদ জলিলি

মানবজমিন ডেস্ক

(৩ দিন আগে) ২৯ জুন ২০২৪, শনিবার, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০৬ পূর্বাহ্ন

mzamin

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে কট্টরপন্থি হিসেবে পরিচিত সাঈদ জলিলি সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। তার কাছাকাছি অবস্থান করছেন সংস্কারবাদী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান। শুক্রবারে অনুষ্ঠিত নির্বাচনে এখনও ভোট গণনা চলছে। এ  খবর দিয়ে অনলাইন এপি বলছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রাথমিক খবরে বলা হচ্ছে, শুক্রবারের এ নির্বাচনে সরাসরি জয়ী হওয়ার মতো অবস্থানে নেই  জলিলি। এরফলে সেখানে উপনির্বাচন বা দ্বিতীয় ধাপের নির্বাচন হতে পারে। এখন পর্যন্ত যে ভোট গণনা করা হয়েছে তাতে চূড়ান্ত ফল নিশ্চিত করে বলা যায় না। এ পর্যন্ত গণনা হয়েছে কমপক্ষে এক কোটি ভোট। তাতে জলিলি পেয়েছেন ৪২ লাখ ৬০ হাজার ভোট। আর পেজেশকিয়ান পেয়েছেন ৪২ লাখ ৪০ হাজার ভোট। অন্যপ্রার্থী পার্লামেন্টের কট্টরপন্থি স্পিকার মোহাম্মাদ বাঘের কালিবাফ পেয়েছেন প্রায় ১৩ লাখ ৮০ হাজার ভোট।

বিজ্ঞাপন
শিয়া মতাবলম্বী ধর্মীয় নেতা মোস্তাফাপুর মোহাম্মাদি পেয়েছেন কমপক্ষে ৮০ হাজার ভোট। ভোটাররা এ নির্বাচনে তিনজন কট্টরপন্থি প্রার্থী এবং একজন স্বল্প পরিচিত সংস্কারবাদী পেজেশকিয়ানকে প্রার্থী হিসেবে  পেয়েছেন। এর মধ্যে পেজেশকিয়ান হার্টের একজন সার্জন। ইরানে ইসলামী বিপ্লব হয় ১৯৭৯ সালে। তখন থেকে নারী এবং যারা মৌলিক পরিবর্তন চান তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। অন্যদিকে এই ভোটে আন্তর্জাতিক পর্যবেক্ষণকারীদের কোনো মনিটরিং নেই। তাদের স্বীকৃতি দেয়ার বিষয়ও নেই।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

১০

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ফেনীতে/ পঞ্চাশোর্ধ নারী ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন ২৫ বছরের যুবককে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status