ঢাকা, ২৬ জুন ২০২৪, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

পশ্চিমবঙ্গে চমক দেখাতে চলেছে তৃণমূল কংগ্রেস

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ৪ জুন ২০২৪, মঙ্গলবার, ২:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৫ অপরাহ্ন

mzamin

পশ্চিমবঙ্গে চমক দেখাচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এ রাজ্যে লোকসভার আসন ৪২টি। তার মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ আসনে এগিয়ে আছে দলটি। সবচেয়ে বড় খবর হলো বিজেপি নেতা দিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের ফল অনুযায়ী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পিছিয়ে পড়েছেন। দিলীপের চেয়ে আজাদ ৫০ হাজার ভোটে এগিয়ে আছেন। পশ্চিম মেদিনীপুরে ঘাটালে বড় ব্যবধানে এগিয়ে আছেন চিত্রনায়ক দেব। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিরন। শেষ খবর পাওয়া পর্যন্ত দেব পেয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৫৯৯ ভোট। হিরণ পেয়েছেন এক লাখ ৯৪ হাজার ৮০২ ভোট। অর্থাৎ ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন দেব।

অন্যদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে পিছনে ফেলে দিয়েছেন অভিনেত্রী জুন মালিয়াও।

বিজ্ঞাপন
 জুন ১ লাখ ৬৩ হাজার ১২৬ ভোট পেয়েছেন দুপুর ১টা পর্যন্ত। অগ্নিমিত্রার থেকে তার প্রাপ্ত ভোটের ব্যবধান ৩৬,১৫০। অন্যদিকে,  ঝাড়গ্রামে এখনও এগিয়েই তৃণমূল। তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন পেলেন ২ লাখ ৩ হাজার ২৯৪ ভোট। বিজেপির প্রার্থী প্রণত টুডু এখন ১ লাখ ৬২ হাজার ৪৬০ ভোট পেয়েছেন। ৪০ হাজার ৮৩৪ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। সন্দেশখালি ইস্যুতে তপ্ত বসিরহাটে সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি।

একই সঙ্গে বিজেপির কিছু নেতা এমনও দাবি করেছিলেন যে, সন্দেশখালিই হতে চলেছে এ বারের লোকসভা ভোটের সিঙ্গুর। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সন্দেশখালি প্রভাব ফেলেনি তৃণমূলের ভোট ব্যাংকে। প্রায় তিন লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম।

 

পাঠকের মতামত

আলহামদুলিল্লাহ, বর্তমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দাঙ্গাবাজ এবং মানব হত্যাকারী কয়েকটি নামের মধ্যে ভারতের মোদির বিজেপি ইসরায়েলের নেতানিয়াহু অন্যতম।

ar
৪ জুন ২০২৪, মঙ্গলবার, ৪:১৬ অপরাহ্ন

আবুল কালাম সাহেব যে টুকু লিখেছেন তাতে জনগন বুঝিয়ে দিয়েছে। ধন্যবাদ সকলকে

আঃ মতিন
৪ জুন ২০২৪, মঙ্গলবার, ৩:৫৩ অপরাহ্ন

ইউসুফ পাঠানের খবর কি

আসাদুর রহমান
৪ জুন ২০২৪, মঙ্গলবার, ৩:৪১ অপরাহ্ন

সকালে রীতিমতো চমকে গিয়েছিলাম ,ফলাফল বিতরণী যতই বাড়ছে ততই উদ্বেগ কমছে, অন্তত মোদী ডাকাত এককভাবে ক্ষমতায় যেতে পারছে না ।

হোসাইন
৪ জুন ২০২৪, মঙ্গলবার, ৩:৩২ অপরাহ্ন

রীতিমতো ভালো একটি খবর।

রবিন
৪ জুন ২০২৪, মঙ্গলবার, ৩:০১ অপরাহ্ন

বর্তমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দাঙ্গাবাজ এবং মানব হত্যাকারী কয়েকটি নামের মধ্যে ভারতের মোদির বিজেপি ইসরায়েলের নেতানিয়াহু অন্যতম।

আবুল কালাম
৪ জুন ২০২৪, মঙ্গলবার, ২:৪৫ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ফেনীতে/ পঞ্চাশোর্ধ নারী ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন ২৫ বছরের যুবককে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status