বিশ্বজমিন
টুইটের কারণে কুয়েতে সাবেক এমপির চার বছরের জেল
মানবজমিন ডেস্ক
(৯ মাস আগে) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ৮:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৪ পূর্বাহ্ন

সাবেক এমপি ওয়ালিদ আল তাবতাবাই’কে একটি বিতর্কিত টুইটের কারণে চার বছরের জেল দিয়েছে কুয়েতের ক্রিমিনাল কোর্ট। রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক এক মামলায় তাকে সোমবার এই শাস্তি দেয় আদালত। মামলায় অভিযোগ করা হয় যে, তিনি আইন লঙ্ঘন করে টুইট করেছেন। এ ঘটনাকে দেশের আমীরের ক্ষমতায় হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই পোস্ট দিয়েছিলেন তিনি। এতে আল তাবতাবাই কুয়েতি জনগণের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের পক্ষে অবস্থান নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দেশটির আমীর পার্লামেন্ট বিলুপ্ত করে সাংবিধানিক কিছু আর্টিক্যালকে সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়ার পর পরই তিনি এই পোস্ট দেন। আমীরের ওই উদ্যোগের সমালোচনা করেন আল তাবতাবাই।
তিনি জনগণের মুক্তির জন্য প্রতিরোধের প্রতিশ্রুতি দেন। এ অভিযোগে আদালতে বিচার চলাকালে অভিযোগ অস্বীকার করেন আল তাবতাবাই। তিনি বলেন, তার সুনাম নষ্ট করার জন্য ডিজিটাল ব্যবস্থায় এই বিতর্কিত টুইট করেছে অন্য কেউ। তিনি দাবি করেন, ফটোশপ ব্যবহার করে এই টুইট করা হয়েছে। এতে যেসব কথা বলা হয়েছে, তা তার নিজের কথা নয়। আইনগত সমস্যায় এবারই প্রথমবার পড়লেন আল তাবতাবাই এমন নয়। ২০১১ সালের নভেম্বরে জোরপূর্বক পার্লামেন্টে প্রবেশের সঙ্গে জড়িত থাকার কারণে তিনি জেল খেটেছেন। তবে প্রয়াত আমীর শেখ সাবাহ আল আহমাদ পরে তাকে ক্ষমা করে দেন। ২০১৯ সালের ১৯শে ডিসেম্বর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।