ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে লাখো মানুষের ঢল, নেতানিয়াহু প্রশাসন চুপচাপ

মানবজমিন ডেস্ক

(২ দিন আগে) ৩০ জুন ২০২৪, রবিবার, ১০:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৫ অপরাহ্ন

mzamin

ইসরাইলের রাজধানী তেল আবিবে জিম্মি মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতির পক্ষে বিক্ষোভ হলেও এখনও যুদ্ধবিরতরি কোনো খবর বা প্রস্তাব পৌঁছায়নি বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলছে, গাজার যুদ্ধ নিয়ে ইসরাইলের সাথে যুদ্ধবিরতির আলোচনার কোনো অগ্রগতি হয়নি। তেল আবিবের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী দেশটির সরকারের কাছে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানালেও গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে এখনও নিরব বেনিয়ামিনের প্রশাসন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। 
হামাসের এক উপচ্চপদস্থ কর্মকর্তা ওসমান হামদান শনিবার গণমাধ্যমকে বলেছে, যুদ্ধবিরতি কার্যকরে যেকোনো আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছে হামাস। তারা আলোচনার মাধ্যমে নয় মাস ধরে চলা ওই সংঘাত নিরসনে কাজ করতে আগ্রহী। তবে এক্ষেত্রে হামাস গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কথা পুনর্ব্যক্ত করেছে। ফিলিস্তিনের ওই স্বাধীনতাকামী সংগঠনটি যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে। 

এদিকে ইসরাইলের সাধারণ জনতাও যুদ্ধবিরতির লক্ষ্যে এবং হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছেন। তবে এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হয়নি বলে উদ্বেগ জানিয়েছেন হামাস নেতারা।
আরব মধ্যস্থতাকারী দেশগুলো সহ যুক্তরাষ্ট্র এ পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাবে দু'দলকে রাজি করাতে ব্যর্থ হয়েছে। গাজা থেকে ইসরাইলি সেনাদের পুরোপুরিভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছে হামাস। 

অন্যদিকে ২০০৭ সাল থেকে গাজা শাসনকারী হামাস নির্মূল না হওয়া পর্যন্ত তারা সাময়িক যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা জানিয়েছে ইসরাইল। তেল আবিবের শর্ত মেনে নিতে হামাসের ওপর চাপ প্রয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ওসমান হামদান।

বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মধ্যস্থতাকরী দেশগুলোর কাছ থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কোনো প্রস্তাব পায়নি হামাস।

তেল আবিবের সরকার বিরোধী বিক্ষোভের সংগঠকরা জানিয়েছে,  জিম্মিদের ফিরিয়ে আনতে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে যুদ্ধবিরতির চুক্তির দাবিতে শনিবার রাতে অন্তত এক লাখ ৩০ হাজার বিক্ষোভকারী তেল আবিবের কেন্দ্রস্থলে জরো হয়েছিল। জিম্মির এক আত্মীয় বলেছেন, যুদ্ধ দীর্ঘ করার জন্য নেতানিয়াহুর জেদ আমাদের প্রিয়জনদের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে। তিনি আরও বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়া মানে আমাদের জিম্মিদের ইসরাইলি সরকার কর্তৃক হত্যা করা। জনগণের দাবি নেতানিয়াহু ব্যক্তিগত কারণে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। তাদের দাবি অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে নিয়ে আসা।  
 

পাঠকের মতামত

stop war and solve problems.

Moshiur Rahman
৩০ জুন ২০২৪, রবিবার, ১:২৫ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

১০

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ফেনীতে/ পঞ্চাশোর্ধ নারী ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন ২৫ বছরের যুবককে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status