ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ক্ষমতাসীন লিবারেল পার্টির ভিতরে ক্ষোভ, ট্রুডোর পদত্যাগ দাবি করলেন নিজ দলের এমপি

মানবজমিন ডেস্ক

(৩ দিন আগে) ২৯ জুন ২০২৪, শনিবার, ১০:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০২ পূর্বাহ্ন

mzamin

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগ দাবি করেছেন তারই লিবারেল পার্টির  একজন ব্যাকবেঞ্চার এমপি ওয়েনে লং। একটি উপনির্বাচনে দলের ভয়াবহ পরাজযের পর তিনি দলের ককাসের কাছে এই দাবি জানিয়েছেন। দলীয় সদস্যদের কাছে এক ইমেইল বার্তায় তিনি লিখেছেন আমাদের দলের ভবিষ্যত ও দেশের মঙ্গলের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। ওই ইমেইল দেখতে পেয়েছে কানাডার মিডিয়াগুলো।  ওয়েনে লং কানাডার নিউ ব্রান্সউইক থেকে প্রতিনিধিত্ব করেন পার্লামেন্টে।  তিনি ওই ইমেইলে লিখেছেন, ভোটাররা জোরালো এবং পরিষ্কার ভাষায় কথা বলেছেন। তারা জানিয়ে দিয়েছেন যে, তারা পরিবর্তন চান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

সোমবার টরোন্টো আসনে উপনির্বাচন হয়। এই আসনটি লিবারেল পার্টি ধরে রেখেছিল ১৯৯৩ সাল থেকে। কিন্তু সোমবারের ওই নির্বাচনে তারা ভয়াবহভাবে সেখানে পরাজিত হয়েছে।

বিজ্ঞাপন
২০১৫ সাল থেকে এমপি ওয়েনে লং। এর আগে তিনি বলেছেন, আর নির্বাচন করতে চান না। ন্যাশনাল পোস্ট দিয়েছে আরেক খবর। তা হলো ওয়েনে লং- এর ইমেইলের জবাব দিয়েছেন নিউফাউন্ডল্যান্ডের এমপি কেন ম্যাকডোনাল্ড। তিনি ওই ইমেইল বার্তাকে ‘চমৎকার কথা’ বলে অভিহিত করেছেন। অর্থাৎ তিনি এই দাবির সঙ্গে একমত পোষণ করেছেন।  সাম্প্রতিক সময়ে লিবারেল পার্টির সাবেক কিছু রাজনীতিক প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগ দাবি করেছেন। 

এর মধ্যে আছেন ক্যাথেরিন ম্যাককেনা। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত জাস্টিন  ট্রুডোর অধীনে পরিবেশমন্ত্রী ছিলেন। তিনি মিডিয়াগুলোকে পাঠানো এক বার্তায় বলেছিলেন, লিবারেল পার্টি একজন ব্যক্তিকে নিয়ে নয়। কানাডার মানুষের জীবনমানের উন্নতি ও তার মূল্যবোধের জন্য এই দল। প্রধানমন্ত্রী একটি লিগ্যাসির জন্য গর্বিত হতে পারে। কিন্তু সময় এসেছে নতুন ধারণার, নতুন শক্তির এবং নতুন নেতৃত্বের। বৃহস্পতিবার টরোন্টো স্টারকে সাক্ষাৎকারে একই রকম কথা বলেছেন বৃটিশ কলাম্বিয়ার লিবারেল দলের সাবেক মুখ্যমন্ত্রী ক্রিস্টি ক্লার্ক। তিনি বলেন, এক সময় প্রধানমন্ত্রীকে যে ভোটার সমর্থন করতেন এখন তা নেই। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, যেসব মানুষ তার দলকে ভোট দেবেন তাদেরকে উদ্দীপ্ত করেননি। 

২০২৫ সালের ২০শে অক্টোবর কানাডায় পরবর্তী নির্বাচন। সেই নির্বাচনের আগে দলের ভিতর এমন উত্তাপ নিশ্চয়ই ট্রুডোর জন্য অশনিসংকেত। সোমবার  উপনির্বাচনে দলের পরাজয়ের পর লিবারেল পার্টির নেতা হিসেবে পদ ধরে রাখার অঙ্গীকার করেছেন তিনি। ২০১৫ সাল থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, সময়টা সহজ নয়। এটা পরিষ্কার যে, আমি এবং আমার পুরো টিম কানাডার বাস্তব সমৃদ্ধির জন্য কঠোর থেকে কঠোর কাজ করে যাচ্ছি। কিন্তু উপনির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি। 

ওদিকে টেরান্টা-সেন্ট পল আসনটি লিবারেল পার্টির কাছ থেকে কেড়ে নিয়েছে রক্ষণশীলরা। ৫০০ ভোটের ব্যবধানে তারা সেখানে জয় পেয়েছে। জীবনযাত্রার খরচ বৃদ্ধি সহ নানাবিধ ইস্যুতে বেশ চাপে আছেন জাস্টিন ট্রুডো। ফলে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সম্প্রতি গ্লোবাল নিউজের পক্ষে একটি জরিপ চালায় ইপসোস। তাতে দেখা যায় শতকরা ৬৮ ভাগ কানাডিয়ান চান প্রধানমন্ত্রী ট্রুডো পদত্যাগ করুন। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

১০

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ফেনীতে/ পঞ্চাশোর্ধ নারী ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন ২৫ বছরের যুবককে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status