ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ইইউ প্রধান পদে আরও ৫ বছরের জন্য মনোনীত ভন ডার লিয়েন

মানবজমিন ডেস্ক
২৯ জুন ২০২৪, শনিবারmzamin

ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনকে আরও এক মেয়াদে একই পদে মনোনীত করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। ব্রাসেলসে এক সামিটে নেতারা তাকে আরও ৫ বছরের জন্য এ দায়িত্বে মনোনীত করেন। ওদিকে ইউরোপিয়ান ইউনিয়নের পরবর্তী পররাষ্ট্র বিষয়ক প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাসকে। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন সামিটের পরবর্তী চেয়ারম্যান হিসেবে বাছাই করা হয়েছে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তাকে। এ খবর  দিয়েছে অনলাইন বিবিসি। এই তিনজনই মধ্যপন্থি, ইউরোপিয়ান ইউনিয়নপন্থি। মনোনীত এসব ব্যক্তির বিষয়ে আগামী মাসে ইউরোপিয়ান পার্লামেন্টে ভোট হবে। এর মধ্যে উরসুলা ভন ডার লিয়েন জার্মানির মধ্য-ডানপন্থি। অ্যান্তোনিও কস্টা সমাজতান্ত্রিক এবং কাজা কালাস একজন উদারপন্থি। তবে এসব মনোনয়নের বিষয়ে বিরোধিতা ছিল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। 
ব্রাসেলস সামিটের আগে তিনি বলেছেন, ইউরোপিয়ান পার্লামেন্টের সাম্প্রতিক নির্বাচনে তার দলের মতো কট্টর  ডানপন্থি দলগুলোর সফলতাকে উপেক্ষা করা হয়েছে।

বিজ্ঞাপন
উরসুলা ভন ডার লিয়েনকে মনোনয়ন দেয়ার ভোটে ভোটদানে বিরত ছিলেন তিনি। অন্যদিকে কস্টা এবং মিস কালাসের বিরুদ্ধে ভোট দিয়েছেন জর্জিয়া মেলোনি। ভোটে মনোনীত হয়ে ভন ডার লিয়েন বলেন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হিসেবে আমাকে যারা দ্বিতীয় মেয়াদে অনুমোদন দিয়েছেন সেইসব নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্যদিকে কাজা কালাস বলেন, কাউন্সিলের সমর্থনের জন্য তিনি নিজেকে সম্মানীত মনে করছেন। যে পদে তাকে মনোনয়ন দেয়া হয়েছে তার দায়িত্ব বিশাল বলে বর্ণনা করেন তিনি। বলেন, আমার সুনির্দিষ্ট কাজ হবে ইউরোপের ঐক্যের জন্য কাজ করা এবং ইউরোপিয়ান স্বার্থ রক্ষা করা।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ফেনীতে/ পঞ্চাশোর্ধ নারী ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন ২৫ বছরের যুবককে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status