ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ইরানে ভোটের সময় বাড়লো ২ ঘণ্টা

মানবজমিন ডেস্ক

(২ দিন আগে) ২৮ জুন ২০২৪, শুক্রবার, ৯:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন

mzamin

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের সময় বাড়ানো হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণের সময় থাকলেও আরও দুই ঘণ্টা ভোটের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহীম রাইসির মৃত্যুর পর দেশটির সংবিধান অনুযায়ী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে আজ ভোট দিচ্ছেন ভোটাররা। 

কট্টরপন্থিদের একতা ধরে রাখতে অনুমোদিত ছয় প্রার্থীর দুইজন নির্বাচনের আগের দিন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। বাকি চারজনের মধ্যে এখন পর্যন্ত এগিয়ে আছেন মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। গণমাধ্যমটি বলছে দেশটির প্রাইভেট রিপাবলিকান গার্ড পোলিংয়ে উঠে এসেছে এই তথ্য। সেখানে বলা হয়েছে, মাসুদ পেজেশকিয়ান এবারের নির্বাচনে ৩৭ শতাংশ ভোট পেতে পারেন। যদি রেজাল্ট এমন হয় তাহলে নির্বাচন দ্বিতীয় ধাপে গড়ানোর সম্ভাবনাও রয়েছে। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে মোট ভোটের ৫০ শতাংশ পেতে হবে।

বিজ্ঞাপন
যদি কেউ এককভাবে এই ভোট পেতে ব্যর্থ হন তাহলে ভোট দ্বিতীয় ধাপে গড়াবে। যা আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

ইরানে এবার প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিন্তা করছেন তাদের মদ্যে মাসুদই একমাত্র সংস্কারপন্থী ব্যক্তি। এর আগে ২০১৩ সালে তার প্রার্থী অনুমোদন করেনি ইরানের অভিভাবক পরিষদ গার্ডিয়ান কাউন্সিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শুধুমাত্র ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে এবার মাসুদের প্রার্থীতা অনুমোদন করেছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল। দেশটির এবারের নির্বাচন রয়েছে নানা বিতর্ক। কে হচ্ছেন এবার দেশটির প্রেসিডেন্ট। আগে থেকেই বলা মুশকিল। এছাড়া এবারও গতবারের মতো ভোটার উপস্থিতি কম রয়েছে। তাই এখনই বলা যাচ্ছেনা ভোটের ফলাফলে কে বিজয়ী হচ্ছেন। রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের কোনো ফলাফল প্রকাশ হয়নি।  

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ফেনীতে/ পঞ্চাশোর্ধ নারী ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন ২৫ বছরের যুবককে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status