ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

বৃষ্টিতে ডুবে আছে নয়া দিল্লির রাস্তাঘাট

মানবজমিন ডেস্ক

(২ দিন আগে) ২৮ জুন ২০২৪, শুক্রবার, ১১:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

mzamin

ভারি বর্ষণে ডুবে গেছে ভারতের রাজধানী নয়া দিল্লির রাস্তাঘাট। গাড়িগুলো ডুবে গেছে। ফলে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। কোনোমতে কচ্ছপগতিতে সামনে অগ্রসর হচ্ছিল গাড়ি। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, তীব্র গরমের পর এই বৃষ্টি মানুষের কাছে স্বস্তি নিয়ে এসেছে। কিন্তু পানি আটকে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে দিল্লির বিভিন্ন এলাকায়। টানা দুই দিন ধরে শুক্রবার পর্যন্ত ভারি বৃষ্টি হচ্ছিল দিল্লি-এনসিআরের বিভিন্ন এলাকায়। তারপরও ভারতের আবহাওয়া বিভাগ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বার্তা সংস্থা এএনআই যেসব ভিডিও প্রকাশ করেছে এক্সে, তাতে দেখা যায় রাস্তাগুলো পানির নিচে। দিল্লিতে ভয়াবহ যানজট।

বিজ্ঞাপন
মিন্টো রোডে পানিতে তলিয়ে আছে গাড়ি। পানিবন্দি হয়ে পড়ার অনেক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করছেন বহু মানুষ। রাজধানীর আবহাওয়া বিষয়ক প্রাথমিক স্টেশন সফদারজং অবজার্ভেটরি। তারা বৃহস্পবিতার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৫৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে। বৃহস্পতিবার বৃষ্টির ফলে দিল্লির তাপমাত্রা কমিয়ে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনে। জুনে টানা নয়দিন সেখানে তীব্র দাবদাহ চলছিল। আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার বলেছে, পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে দিল্লিতে বর্ষামৌসুমের বৃষ্টি হতে পারে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ফেনীতে/ পঞ্চাশোর্ধ নারী ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন ২৫ বছরের যুবককে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status